Select Page

১১ দিনের বিরতি

১১ দিনের বিরতি

arifin-shuvo

১ আগস্ট রাতে ‘প্রেমী ও প্রেমী’র শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন আরিফিন শুভ। ফিরেই জানান, ১২ আগস্ট পর্যন্ত অভিনয় করবেন না। এ সময়ে নতুন সিনেমা ‘নিয়তি’র প্রচারণা ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াবেন না।

কথা মতোই ২ আগস্ট থেকে সিনেমাটির প্রচারণা শুরু করেছেন। সাথে আছেন নায়িকা জলি। তারা সিনেমাটি নিয়ে টেলিভিশন অনুষ্ঠান ও সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। এছাড়া শুভ ও জলির সঙ্গে গানের প্রতিযোগিতা আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বিজয়ীরা দুই তারকার সঙ্গে গান ও সিনেমাটি দেখার সুযোগ পাবেন।

১২ আগস্ট নিয়তিতে শেষ হবে শুভর বিরতি। সেদিন রাতেই ‘প্রেমী ও প্রেমী’র শুটিংয়ে যোগ দিতে দেশের বাইরে যাবেন। ফিরে এসে যোগ দিবেন ‘ভালো থেকো’ সিনেমায়।

পশ্চিমবঙ্গে ১০ জুন মুক্তি পায় ‘নিয়তি’। ওই সময় এক সপ্তাহ প্রচারণায় অংশ নেন শুভ।

শুভ অভিনীত ‘নিয়তি’, ‘প্রেমী ও প্রেমী’ ও ‘ভালো থেকো’য় পরিচালকের আসনে আছেন জাকির হোসেন রাজু


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares