Select Page

১৪০ বছর আগের গল্পে ‘মায়া’

১৪০ বছর আগের গল্পে ‘মায়া’

সরকারি অনুদান পাওয়ার প্রায় এক বছর হয়ে এলেও এখনো শুরু হয়নি শাকিব খানের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের সিনেমা ‘মায়া’। তবে সম্প্রতি জানা গেল চিত্রনাট্যের পরিস্থিতি।

পরিচালক হিমেল আশরাফের সঙ্গে যুক্তরাষ্ট্রে শাকিব খান

আমার সংবাদ এক প্রতিবেদনে জানায়, প্রথমদিকে ‘মায়া’র প্রেক্ষাপট ছিল ১৩২০ বঙ্গাব্দ। এখন গল্প শুরু হচ্ছে ১২৯০ বঙ্গাব্দ থেকে। চিত্রনাট্যের প্রয়োজনে ৩০ বছর পেছনে ফিরে যেতে হয়েছে বলে জানালেন চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। তবে গল্প পুরোপুরি ওই সময়ের আঙ্গিকে থাকবে কিনা স্পষ্ট নয়।

গল্প প্রসঙ্গে চিত্রনাট্যকার ফেরারি ফরহাদ বলেন, ‘এই সিনেমার চিত্রনাট্যের কিছু কাজ বাকি ছিল। গল্পের প্রয়োজনে ৩০ বছর পিছিয়ে নতুন করে চিত্রনাট্য লিখতে হয়েছে। গত তিন মাস প্রায় সাড়ে ৩০০ পাতা থেকে ছবির মূল লেংথে আসতে হয়েছে। যদিও প্রথমে মায়া গল্পের শুরু কথা ছিল ১৩২০ বঙ্গাব্দতে। এখন গল্প শুরু হচ্ছে ১২৯০ বঙ্গাব্দ থেকে। সেখানকার সময়, চলাচল আর মানুষের গেটআপের দিকে তাকাতে হয়েছিল।’

এ ছবির বাজেট সম্পর্কে গত জুলাইয়ে শাকিব জানান, ‘মায়া’র বাজেট ৪ কোটি টাকা। এর মধ্যে ভিএফএক্সে খবর হবে প্রায় অর্ধেক।

তিনি বলেন, বাণিজ্যিক ধারার ছবিগুলোকে সাধারণত অনুদান দেওয়া হয় না, এবার সেটার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এটাকে সাধুবাদ জানাতেই হয়। সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আসলে আমার ছবিটা হবে না। ‘মায়া’র বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে চার কোটি ছাড়িয়ে যাবে বাজেট। অনুদানের টাকাটা পাওয়ায় ভালোই হলো।

পরিচালক হিমেল আশরাফ বলেন, রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমা হবে ‘মায়া’। এর সঙ্গে থাকবে পিরিওডিক ব্যাপারও।

অবশ্য তিনি ‘চলতি বছরেই সিনেমার শুটিং শুরু করতে চান’ জানালেও বছর পেরিয়ে গেছে বেশ আগেই।

২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা অনুদান পায় ‘মায়া’। নায়িকা হিসেবে প্রথমে পূজা চেরির নাম শোনা গেলেও ব্যক্তিগত জটিলতার কারণে সম্ভবত তিনি থাকছেন না।

এদিকে শাকিবের সঙ্গে একই অর্থবছরে অনুদান পেয়ে তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস নির্মাণ করেছেন ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটি মুক্তির জন্য প্রায় প্রস্তুত।


মন্তব্য করুন