Select Page

১৫ কেজি ওজন কমাচ্ছেন

১৫ কেজি ওজন কমাচ্ছেন

mousumi-hamid

সর্বশেষ ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ সিনেমায় দেখা গেছে মৌসুমী হামিদকে। ওই সময় কেউ কেউ ওজন নিয়ে এ অভিনেত্রীর সমালোচনা করেছেন। আবার কারো প্রশংসাও পেয়েছেন।

এবার ১৫ কেজি ওজন কমানোর কসরতে নেমেছেন এ নায়িকা। সিনেমার প্রয়োজনে করতে হচ্ছে বলে জানালেন মৌসুমী।

ডিসেম্বরে শুটিং শুরু হবে সুমন আনোয়ারের প্রথম ছবি ‘কয়লা’র। ওই মৌসুমীর চরিত্র নিম্নবিত্ত পরিবারের খেটে খাওয়া এক নারীর। রোগা-পাতলা শরীর, রোদে পুড়ে কালো হয়ে গেছে যার চেহারা। চরিত্রটির জন্য এখনই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এর মধ্যেই ওজন কমাতে ডায়েট শুরু করেছেন। মৌসুমী কালের কণ্ঠকে বলেন, ‘কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে হবে। সেই সঙ্গে ত্বকও কালো করতে হবে। এর মধ্যে নিয়মিত জিমে যাওয়া শুরু করেছি। একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথাও ভাবছি।’

ছবির প্রথমার্ধে মৌসুমী রোগা-পাতলা থাকলেও পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরবেন। ফলে মাঝখানে ছয় মাসের শুটিং বিরতি থাকবে বলে জানিয়েছেন পরিচালক।

‘কয়লা’য় মৌসুমীর বিপরীতে অভিনয় করবেন রওনক হাসান ও মোশাররফ করিম।


মন্তব্য করুন