Select Page

‘১৮+’ নিয়ে আপত্তি

‘১৮+’ নিয়ে আপত্তি

Run Out directed by tonmoy tanen with sajal, mousumi naag, naila nayem (1)

রান আউট’ পোস্টারের ‘১৮+’ ট্যাগ নিয়ে কিছুদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। বিশ্বের বিভিন্ন দেশে গ্রেডিং চালু থাকলেও বাংলা নেই। তাই এ আলোচনা-সমালোচনা।

এবার বিষয়টি আমলে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ছবি মুক্তির কয়েক ঘণ্টা আগে পোস্টার থেকে ‌‘১৮+’ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড।

রাইজিংবিডি জানায়, নির্দেশ না মানলে সিনেমাটির পরিচালক, প্রযোজক ও প্রদর্শকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, বাংলাদেশের চলচ্চিত্রে নির্দিষ্ট কোনো গ্রেড বা ক্যাটাগরি নেই। তাই ১৮+ কিংবা অন্য কোন বিশেষ প্রতীক ব্যবহারের মাধ্যমে চলচ্চিত্রকে পরিচয় করিয়ে দেয়ার সুযোগ নেই।

তাই, ‘চলচ্চিত্রটির সকল পোস্টার থেকে ১৮+ মুছে ফেলতে হবে। তা না হলে প্রচলিত আইন ও সেন্সর বোর্ডের নিয়ম অনুসারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


মন্তব্য করুন