Select Page

২০১৮ সালে মাহির শিডিউল মিলবে

২০১৮ সালে মাহির শিডিউল মিলবে

মাহির শিডিউল নেই ২০১৮ সালের আগে

ঢালিউডের অন্য যে কোনো নায়িকার চেয়ে মাহির হাতে আছে বেশি ছবি। এর মধ্যে আছে— প্রেমের বাঁধন, গোলাপতলীর কাজল, জান্নাত, দুরন্ত মেঘলা, তুমি আমার সুন্দরী, পবিত্র ভালোবাসা, ঢাকা অ্যাটাক, হারজিৎ, ময়না, মনে রেখো, নক্ষত্রের রাত, ফালতু ও পলকে পলকে তোমাকে চাই।

এতগুলো ছবির শুটিং শেষ করতে মাহির পুরো বছর লেগে যাওয়ার কথা। তাই নতুন ছবির জন্য ২০১৮ সাল ছাড়া শিডিউল দিতে পারবেন না।

কালের কণ্ঠ জানায়, চলতি সপ্তাহে শুরু হবে ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখ’। এপ্রিলের প্রথম সপ্তাহে একই পরিচালকের ‘ফালতু’র শুটিংও শুরু করবেন। চুক্তিবদ্ধ হয়ে আছেন আরো চারটি ছবিতে।

সব মিলিয়ে পুরো এক বছর আর নতুন কোনো ছবি হাতে নিতে পারবেন না ‘অগ্নি’ কন্যা। ফিরিয়ে দিচ্ছেন একের পর এক ছবি।

মাহি বলেন, ‘কোনো উপায় নেই। নামকরা অনেক গুণী পরিচালক প্রস্তাব নিয়ে আসছেন। কিন্তু হাতে শিডিউল নেই। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে পরের বছর ছাড়া আর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া সম্ভব নয়। ’


মন্তব্য করুন