Select Page

২০১৯ সালে বড়পর্দায় ‘আরমান ভাই’

২০১৯ সালে বড়পর্দায় ‘আরমান ভাই’

ছোটপর্দায় দারুণ জনপ্রিয় চরিত্র ‘আরমান ভাই’। নির্মাতা সাগর জাহান এই চরিত্র নিয়ে তৈরি করেছেন ছয় পর্বের দুটি ধারাবাহিক, পাঁচটি সিঙ্গেল নাটক ও টেলিছবি। এবার সাগর জাহান বললেন, ‘আরমান ভাইকে নিয়ে চলচ্চিত্র হবে। আর এই ছবিটি তৈরি হবে ২০১৯ সালে।’ খবর প্রথম আলো।

২০১৯ সালে কেন? সাগর জাহান জানান, তার বাবা সুরকার ও সংগীত পরিচালক আনোয়ার জাহান ঝন্টু আর দুই চাচা চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও ইফতেখার জাহান চলচ্চিত্র তৈরির ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন।

শুরুতে নিজের সিগনেচার চরিত্র নিয়ে চলচ্চিত্র না বানিয়ে একটি মৌলিক গল্প নিয়ে চলচ্চিত্র তৈরির পরামর্শ তাদের। সে পরামর্শ মেনে সাগর জাহান প্রথমেই একটি মৌলিক গল্প নিয়ে চলচ্চিত্র তৈরি করবেন। এখন নাটক তৈরির পাশাপাশি সেই চলচ্চিত্র তৈরির পূর্বপ্রস্তুতি নিচ্ছেন তিনি। এরপর ‘আরমান ভাই’ নিয়ে চলচ্চিত্র তৈরি করবেন।

আর চলচ্চিত্রে থাকবে ‘আরমান ভাই’কে নিয়ে একটি নতুন গল্প। আর ‘আরমান ভাই’-এর চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান


মন্তব্য করুন