২২ বছর পর ‘হৃদয়ের আয়না’?
১৯৯৭ সালে মোখলেসুর রহমান গোলাপ নির্মাণ করেন ‘হৃদয়ের আয়না’। রিয়াজ ও নবাগতা আয়না অভিনীত ছবিটি সে বছর সুপারহিট তকমা পায়। দীর্ঘ ২২ বছর পর একই নামে ছবি নির্মিত হতে যাচ্ছে।
কালের কণ্ঠের প্রতিবেদনে জানা যায়, নতুন পরিচালক সাজ্জাদ খান ছবিটি নির্মাণের দায়িত্ব নিয়েছেন। হৃদয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জিয়াউল রোশান। এর মধ্যে প্রি-প্রডাকশনের পাশাপাশি চলছে গান রেকর্ডিংয়ের কাজ।
পরিচালক সাজ্জাদ বলেন, ‘আমি ফিল্মের ওপর পড়াশোনা করেছি। জনপ্রিয় পরিচালক শাহীন সুমনের সহকারী হিসেবেও দীর্ঘদিন কাজ করেছি। আশা করি, প্রথম ছবি দিয়ে দর্শকদের মন জয় করতে পারব।’
এদিকে রোশান বলেন. ‘বেশ আগেই ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। তখন ছবিটির গল্প ও নাম ভিন্ন ছিল। প্রযোজক দেশের বাইরে। তিনি দেশে ফিরলে শুটিং শুরু হওয়ার কথা।’
আয়না চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো চূড়ান্ত হয়নি। বড় কোনো চমক থাকবে বলে জানিয়েছেন পরিচালক। ছবিটি নির্মাণ করছে যাদুকাঠি মিডিয়া ইন্টারন্যাশনাল।