Select Page

২৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায়

২৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায়

আফরান নিশোর সামনে সিনেমার হাতছানি আগেও ছিল। শুধু অপেক্ষায় ছিলেন সঠিক সময়ের। এর মাঝে দেখতে দেখতে চলে গেল ২৩ বছর। এখন দেখার বিষয়, প্রত্যাশার কতটা পূরণ হয়।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জমজমাট আয়োজনে হয়ে গেল নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র মহরত। পরিচালনা করছেন রায়হান রাফী, নায়িকা হিসেবে আছেন তমা মির্জা।

২৩ বছরের ক্যারিয়ারে প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো। তিনি বলেন, সব সময়ই ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করবো। সবচেয়ে সহজ গল্পে কাজ করতে চেয়েছিলাম। সুড়ঙ্গ তেমনই। প্রতিটি কাজই চ্যালেঞ্জ ফিল করি। যেহেতু ফিল্ম তাই এতে বাড়তি অ্যাফোর্ড অবশ্যই থাকবে।

নিশো আরও বলেন, যারা সুড়ঙ্গ’তে যুক্ত আছেন আমার বিশ্বাস সবার মধ্যে হার্ড ওয়ার্কিং করার মানসিকতা আছে। সবাই ডেডিকেটেড আছে, ভালো কিছু হবে আশা করি।

মজার ছলে নিশো বলেন, বৃদ্ধ বয়সে সিনেমায় নামার চেষ্টা করছি। সবার দোয়া ও সাপোর্ট চাই। শুটিং শেষে আরও ভালো অভিজ্ঞতা জানাতে পারবো।

ওটিটির বেশ কটি কাজে অভিনেত্রী হিসেবে তমা মির্জাকে নতুন করে পরিচিতি এনে দিয়েছে। তিনি বলেন, নিশো ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। এই মানুষটার অনেক বড় ভক্ত আমি। তার ব্যাপারে বলতে অনেক নার্ভাস লাগে। কারণ আমি যতবার তার সাথে বসেছি স্ক্রিপ্ট, লুক নিয়ে তাকে যত কিছুই জিজ্ঞেস করেছি উনি বলতো আর আমি মুগ্ধ হয়ে শুনেছি।

পরিচালক রায়হান রাফী বলেন, সুড়ঙ্গের গল্প বানাতে সীমাবদ্ধতা ছিল।এটি এমন এক গল্প, যা শুধু পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা মিলে সম্ভব নয়। শক্তিশালী প্রযোজক দরকার হয়। আমরা প্রডিউসার বলতে যেটা বুঝি। কে অভিনেতা হবে কে অভিনেত্রী হবে কোথায় পোস্ট হবে, কোন ক্যামেরা দিয়ে শুট হবে, তাকে কষ্ট করে বুঝতে হয় না, সে নিজেই সব বুঝে।

৫ মার্চ থেকে সুড়ঙ্গ সিনেমার শুটিং শুরু হবে সিলেটে। টানা শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির কাজ শেষ হবে। মুক্তি পাবে চলতি বছর ঈদুল আজহায়।

সূত্র: চ্যানেল আই অনলাইন


মন্তব্য করুন