Select Page

৪৫ দিন পর দেশে ফিরলেন মাহি

৪৫ দিন পর দেশে ফিরলেন মাহি

mahi

৪৫ দিন পর শনিবার রাত ১০টায় ঢাকায় ফিরেছেন মাহি। এ দেড় মাস থাইল্যান্ডে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘অগ্নি ২’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ১ মে সিনেমার ইউনিট যাবে ভারতে। সেখানে শেষ হবে সিনেমাটির বাকি শুটিং।

‘অগ্নি ২’ প্রসঙ্গে দ্য রিপোর্টকে মাহি বলেন, এর আগে ‘রোমিও বনাম জুলিয়েট’ সিনেমার প্রয়োজনে ৫০ দিন দেশের বাইরে ছিলাম। তবে এর ফাঁকে অল্প সময়ের জন্য দেশে এসেছিলাম। কিন্তু ‘অগ্নি ২’ এর ক্ষেত্রে টানা ৪৫ দিন থাইল্যান্ডে কাটিয়েছি। এটা নতুন অভিজ্ঞতা।

থাইল্যান্ডে ৫টি গানসহ ‘অগ্নি ২’ এর এ্যাকশন ও অন্যান্য দৃশ্যধারণ হয়েছে।

তিনি আরও বলেন, এই সিনেমাটির জন্য খাটুনিটা একটু বেশিই হচ্ছে। শুটিং শুরুর আগে প্রায় সপ্তাহ দুয়েক ফাইটের ট্রেনিং নিয়েছি। বেশিরভাগ স্ট্যান্ট নিজে করেছি।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ‘অগ্নি ২’ সিনেমায় মাহির সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়ক ওম।

 


মন্তব্য করুন