Select Page

৬০ বছর বয়সী প্রমা

৬০ বছর বয়সী প্রমা

Rina-Brown

সত্যজিৎ রায়ের ‘সীমাবদ্ধ’ সিনেমার নায়ক বরুন চন্দের বিপরীতে অভিনয় করছেন ‘বন্ধন’খ্যাত প্রমা  পাবণী। বর্ষীয়ান এ অভিনেতার সঙ্গে তাল মিলিয়ে প্রমাও নিয়েছেন ষাটোর্ধ্ব নারীর বেশ।

মা শামীম আখতারের অনুদানের সিনেমা ‘রিনা ব্রাউনে’ অভিনয় করছেন প্রমা। এখানে তাকে তরুণী ও বৃদ্ধা— দুই চরিত্রেই দেখা যাবে।

সম্প্রতি তেজগাঁও লিংক রোডের একটি রেস্তোরাঁয় তিনদিন ধরে হয়েছে কয়েকটি দৃশ্যের শুটিং। ডিসেম্বরে ঢাকায় আসেন বরুন। ওই সময় ‘রিনা ব্রাউন’র টানা দৃশ্যায়ন হয়। ইতোমধ্যে কলকাতায় ফিরে গেছেন বরুন। চলতি মাসের মাঝামাঝিতে শুরু হবে বাকি শুটিং।

বরুণের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে প্রমা প্রথম আলোকে বলেন, ‘এটা আমার জন্য সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। উনি এত বড় মাপের অভিনেতা, কিন্তু সেই অহংকার তার মধ্যে নেই। তিনি অনেক সাবলীল অভিনেতা। সেরাটা না হওয়া পর্যন্ত কোনো ছাড় দিতেন না। আমি যেহেতু বয়সী একটি চরিত্রে অভিনয় করেছি, সেহেতু শুরুতে একটু আড়ষ্ট লাগছিল। পরে তিনিই পরামর্শ দিয়েছেন। বলেছেন, “তুমি অ্যাক্টিং কোরো না। তুমি স্বাভাবিকভাবে চরিত্রে ঢুকে যাও।” তার সহযোগিতা নিয়েই কাজটি করেছি।’

শামীম আখতার এর আগে চলচ্চিত্র ‘ইতিহাস কন্যা’ ও ‘শিলালিপি’ নির্মাণ করেছিলেন। দুটি ছবিতেই অভিনয় করেছেন প্রমা।


মন্তব্য করুন