Select Page

৬ মাস প্রস্তুতি শেষে ‘বিজলী’

৬ মাস প্রস্তুতি শেষে ‘বিজলী’

bizli1

ছয় মাসেরও বেশি সময়ের প্রস্তুতি শেষে ববি প্রযোজিত প্রথম ছবি ‘বিজলী’র শুটিং শুরুর ঘোষণা এলো। ববস্টারের ব্যানারে ২৮ এপ্রিল থেকে ভারতের দার্জিলিংয়ে টানা শুটিং শুরু হবে। পরে কলকাতা, বাংলাদেশ হয়ে থাইল্যাল্ডে গিয়ে শেষ হবে দৃশ্যায়ন।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শনিবার সন্ধ্যায় ছবিটির মহরত অনুষ্ঠান হয়। সেখান থেকে এসব তথ্য দেওয়া হয়।

প্রযোজনার পাশাপাশি ছবিতে নাম ভূমিকায় অভিনয়ও করবেন ববি। তিনি বলেন, “বিজলী’ হবে বাংলাদেশের প্রথম সুপারহিরো ছবি। এ জন্য প্রস্তুতি অনেক বেশি নিয়েছি। ছবির বাজেটও বেশি। আশা করছি ভালো একটা কাজ হবে।”

মহরত অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক ইফতেখার চৌধুরী, ভারতীয় মডেল ও এ ছবির অভিনেতা রণবীর, অভিনেত্রী শতাব্দী রায়, ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসান, আহমেদ রুবেলসহ অন্যান্য শিল্পী-কলাকুশলীরা। ‘বিজলী’র চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য।

অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আশা করছি ববি প্রথমবার প্রযোজনার মাঠে নেমে সফল হবে।’

শতাব্দী রায় বলেন, ‘অনেক বছর পর ঢাকায় এলাম। এ ছবির গল্প আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া বাংলাদেশি ছবির প্রতি আমার আলাদা টান রয়েছে। রাজনীতির কারণে নিজ দেশ কিংবা বাংলাদেশ কোথাও অভিনয় করার সময় পাচ্ছি না। ববির বিশেষ অনুরোধে কাজটি করছি।’

নির্মাতা ইফতেখার চৌধুরী বলেন, ‘দারুণ একটি সাইন্স ফিকশন ঘরানার ছবি বানাতে যাচ্ছি আমরা। আশা করি দর্শকদের নতুন কিছু দিতে পারব।’

ছবিতে শতাব্দী রায় একজন বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করছেন। অনুষ্ঠানে তিনি নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেও শোনান।

সূত্র : প্রথম আলো ও যুগান্তর


মন্তব্য করুন