Select Page

৮ নভেম্বরে ভালোবাসা জিন্দাবাদ

৮ নভেম্বরে ভালোবাসা জিন্দাবাদ

image_1403_387567ঈদের পর প্রথম ছবি হিসেবে মুক্তি পেতে যাচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ‘ ছবিটি। আরেফিন শুভআইরিন অভিনীত ছবিটি ৮ নভেম্বর অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

একক নায়ক হিসেবে এটি হতে যাচ্ছে শুভের মুক্তি পাওয়া প্রথম ছবি। অন্যদিকে এই ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটছে আইরিনের।

শুভ বলেন, ‘এই ছবিতে আমি প্রথমবারের মতো একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছি। ফলে চরিত্রটিকে ফুটিয়ে তোলার যথেষ্ট জায়গা ছিল। চেষ্টাও করেছি সাধ্যমতো। বাকিটুকু দর্শকরা বিচার করবেন। আশা করছি, আমি তাঁদের মন জয় করতে পারব।’

অন্যদিকে আইরিন বলেন, “আমার প্রথম ছবি ‘ভালোবাসা জিন্দাবাদ’। অনেকেই বলেন, র‌্যাম্পের মেয়েরা অভিনয় জানে না, আমি সেই ধারণা পাল্টে দিতে চাই। দেখাতে চাই আমরাও পারি। আর তাই দর্শকদের অনুরোধ করব, ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য।”

‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি প্রযোজনা করেছে ইআর প্রডাকশন। পরিবেশনার দায়িত্বে রয়েছে গীতি চিত্রকথা।

সূত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন