Select Page

ফ্রিজে ঢুকে পড়তেন ববিতা

ফ্রিজে ঢুকে পড়তেন ববিতা

06.-babita_47293

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা প্রসঙ্গে মজার তথ্য দিয়েছেন নায়ক রাজ রাজ্জাক। সম্প্রতি ‌‘স্বাধীনতা পুরস্কার ২০১৫’ প্রাপ্তিতে শুভেচ্ছা জানাতে ববিতাসহ বেশ কয়েকজন তারকা যান রাজ্জাকের বাসায়

সেখানে অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে রাজ্জাক বলেন, শুটিংয়ে বেশী গরম লাগলে কাছাকাছি থাকা ফ্রিজের মধ্যে ঢুকে নিজেকে শীতল করতেন ববিতা। যদি কিছুটা ঠাণ্ডা হওয়া যায়! ফ্রিজ যদি আয়তনে ছোট হতো তাহলে সেটার দরজা খুলে সামনে বসে থাকতেন।

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘রাজ্জাক ভাইয়ের স্মৃতিশক্তি এতো প্রখর আমার জানা ছিল না। শুটিংয়ে গরমের জন্য এ ধরনের অনেক মজাই আমরা তখন করতাম। নায়ক রাজ রাজ্জাক আমাদের চলচ্চিত্র পরিবারের গর্ব। রাষ্ট্র তাকে স্বাধীনতা পুরস্কার দেয়ায় আমরা সত্যিই গর্বিত।‘

সূত্র : যুগান্তর


মন্তব্য করুন