Select Page

এই ছয় সিনেমা হলে ‘ঢাকা ড্রিম’

এই ছয় সিনেমা হলে ‘ঢাকা ড্রিম’

২০১৬ সালে বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ‘ঢাকা ড্রিম’ ছবির কাজ শুরু করেন প্রসূন রহমান। ৫ বছর পেরিয়ে সিনেমাটি আজ মুক্তি পেল রাজধানী ও রাজধানীর বাইরের পাঁচটি প্রেক্ষাগৃহে। আপাতত তালিকা সংক্ষিপ্ত হলেও সামনে বাড়তে বলে জানালেন নির্মাতা।

ঢাকা দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (বেলা ১২:৪০, বিকাল ৫:৫৫, রাত ৮টা) ও মিরপুরের সনি স্কয়ার (বিকাল ৩:১০ মিনিট) আউটলেটে, ব্লকবাস্টার সিনেমাস (সন্ধ্যা ৭:১০ মিনিট) এবং শ্যামলী সিনেমা হলো। এ ছাড়া প্রদর্শিত হচ্ছে নারায়ণগঞ্জের সিনেস্কোপ ও কিশোরগঞ্জের কুলিয়ারচরের রাজ সিনেমা হলে।

এর আগে ‘ঢাকা ড্রিম’ গত আগস্টে ঘুরে এসেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া, টরন্টো থেকে। বৃহস্পতিবার ছিল ছবির প্রিমিয়ার শো। তাতে ছবির পরিচালক, কলাকুশলীসহ উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। ছবিটি দেখে তাদের মুগ্ধতার কথা উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে।

এর আগে প্রকাশিত ট্রেলারে দেখা মিলেছে যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্ত নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়্যালিটি শোর প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়া, যারা প্রত্যেকেই গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখছেন, যার যার অবস্থান থেকে।

ছবিটি নিয়ে প্রসূন রহমান বলেন ‘প্রান্তিক মানুষের নগরকেন্দ্রিক যে স্বপ্ন, সেই স্বপ্ন আবহমানকালের। কিন্তু সেই নগর কি সবার স্বপ্নকে ধারণ করতে পারে? তবু কেন আসে মানুষ এই শহরে? কোন স্বপ্ন নিয়ে? এসব প্রশ্ন নিয়ে ঢাকা ড্রিম!’

এ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনীরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস, আনোয়ার হোসেন চৌধুরী, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম, এস এম মহসিন, মাহবুবুর রহমানসহ অনেকে।


মন্তব্য করুন