Select Page

এবার শাপলা মিডিয়ার কর্ণধারের পরিচালনায় শাকিব খান!

এবার শাপলা মিডিয়ার কর্ণধারের পরিচালনায় শাকিব খান!

শাকিব খান ও শবনম বুবলির নতুন দুই সিনেমার মহরত হতে যাচ্ছে মঙ্গলবার। এর মধ্যে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ পরিচালনা করবেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

অথচ কয়েকদিন আগে শাকিবের উদ্ধৃতি দিয়ে একটি পত্রিকা জানায়, ‘সুপার হিরো’র বিরুদ্ধে অভিযোগ, যৌথ প্রযোজনা নিয়ে মামলায় প্রতিষ্ঠানটির উপর ক্ষুদ্ধ নায়ক। তিনি শাপলার সঙ্গে আর কাজ করবেন না। অথচ এখন শোনা যাচ্ছে, পরিচালনায় কোনো ধরনের যুক্ততা না থাকা সত্ত্বেও শাকিবকে নির্দেশনা দিতে যাচ্ছেন শাপলার কর্ণধার।

অবশ্য আগে শোনা গিয়েছিল, ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ পরিচালনা করবেন শাহীন সুমন, গল্প লিখেছেন শাকিব খান।

কখনো ক্যামেরায় চোখ রেখেছেন? এমন প্রশ্নের উত্তরে সেলিম খান সারাবাংলা ডটনেটকে বলেন, ‘আমি কখনো পরিচালনা করিনি। কিন্তু সিনেমা প্রযোজনা করে নির্মাণ সম্পর্কে আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাই।’

এরই মধ্যে সেলিম খানের আবেদন জমা পড়েছে চলচ্চিত্র পরিচালক সমিতিতে।

পরিচালক সমিতির সদস্যপদ পাওয়ার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী সেলিম খান। তবে সমিতি যদি তাকে ফিরিয়ে দেয় তাহলে তার পরিবর্তে অন্য কেউ পরিচালনা করবেন ছবিটি।

এ বিষয়ে তিনি বলেন, ‘ভালো ছবি উপহার দেয়ার জন্য আমি সিনেমা নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

শাপলা মিডিয়া প্রযোজিত ‘আমি নেতা হবো’ ও ‘চিটাগাংইয়া পোয়া নোয়খাইল্লা মাইয়া’ ছবি দুটি মুক্তি পেয়েছে। শুটিং চলছে ‘বয়ফ্রেন্ড’ ও ‘ক্যাপ্টেন খান’র। মুক্তি পাওয়া দুই সিনেমার পরিচালক উত্তম আকাশ আর প্রশংসা তো নয়, রীতিমত নিন্দা কুড়িয়েছে নির্মাণ দুটি।


মন্তব্য করুন