Select Page

পাঁচ হলে কোটি টাকা, প্রযোজক পাবেন কত?

পাঁচ হলে কোটি টাকা, প্রযোজক পাবেন কত?

সপ্তাহ শেষে জানা গেল ‘পোড়ামন ২’ এর পাঁচ হলের সেল রিপোর্ট। বলা হচ্ছে, ৭ দিনে প্রায় কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। তবে স্পষ্ট নয়, প্রযোজকের পকেটে কত টাকা যাবে।

জাজ মাল্টিমিডিয়া জানায়, ৫টি সিনেমা হলে ৭ দিনে সিনেমাটির টিকিটের গ্রস সেল হয়েছে ৯২ লাখ ৪৮ হাজার ২১৮ টাকা। বলাকা : ২৮ লাখ ৩২ হাজার ২৬৮ টাকা, স্টার সিনেপ্লেক্স : ৯ লাখ ৭৭ হাজার ১৫০ টাকা, যমুনা ব্লকবাস্টার : ৩৫ লাখ ২৮ হাজা ৪০০ টাকা, শ্যামলী : ১৪ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা  ও বর্ষা (গাজীপুর) : ৪ লাখ ৫০ হাজার ৪৫০ টাকা।

জাজের দাবি, এটা একটা রেকর্ড। ‘পোড়ামন ২’ প্রথম ৭ দিন রেকর্ড পরিমাণ সেল করেছে। প্রশ্ন হলো এর মধ্যে প্রযোজকের পকেটে কত যাবে।

যেমন বলাকায় গ্রস সেল ২৮ লাখের বেশি হলেও নেট ইনকাম ১১ লাখ ৯৪ হাজার ৩৫ টাকা। অর্থাৎ, টিকিটের গায়েই এটিই সিনেমা প্রদর্শনের মূল্য। বাকিটা অন্যান্য ক্ষেত্রে কেটে রাখা হয়। সেখান থেকে কতটা প্রযোজক পাবেন? সেই হিসেব কি অদৌ জাজ মাল্টিমিডিয়া জানাবে।

২২টি হলে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারাসহ আরও অনেকে।


মন্তব্য করুন