Select Page

‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ ২০১৬’ শুরু

‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ ২০১৬’ শুরু

Asian Cinema Retrospective by Moviyana Film Society Bangladesh

এশিয়ার ১৯টি দেশের ৫৬ জন চলচ্চিত্রকারের ৬৫টি চলচ্চিত্র নিয়ে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ এর উদ্বোধন হতে যাচ্ছে আজ। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র উদ্যোগে আয়োজিত ১৭ সপ্তাহব্যাপী এ এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ উদ্বোধন করবেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। 

‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’ মূলত এশিয়ান চলচ্চিত্রের ধরণ, গতি-প্রকৃতি, এশিয়ার দিকপাল চলচ্চিত্রকারদের সাথে পরিচয়- জানাবোঝার পাঠ চলবে। প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে প্রদর্শিতব্য চলচ্চিত্র, চলচ্চিত্রকার ও তাদের দেশের চলচ্চিত্র-সংস্কৃতিবিষয়ক আলোচনা উপস্থাপন করা হবে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। সপ্তাহে ৩টি চলচ্চিত্র প্রদর্শনী এবং সংশ্লিষ্ট চলচ্চিত্র আলোচনা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে শনিবার বিকেল ৫টায়।

কর্মসূচিতে বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, চীন, পাকিস্তান, থাইল্যান্ড, তাইওয়ান, শ্রীলঙ্কা, ভুটান, মালয়েশিয়া, ফিলিস্তিন, ইরাক, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফগানিস্তান এবং সৌদি আরবের চলচ্চিত্র প্রদর্শিত হবে। এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ কর্মসূচিতে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন, তবে এর জন্য নিবন্ধন করতে হবে।নিবন্ধনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার লিফটের ছয়ে ৭০১ নম্বর কক্ষে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী আলোচনার পর চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী নির্মিত ‘ঘুড্ডি’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।


মন্তব্য করুন