‘জালালের গল্প’র পুরস্কার জয়ের গল্প
২০১৫ সালে পর্তুগালে অনুষ্ঠিত ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি নির্বাচিত হয় ‘জালালের গল্প’। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন মোশাররফ করিম। তবে পুরস্কারগুলো ওই বছর তুলে দেওয়া হয়নি। নিয়মানুসারে পরের বছর বিজয়ীরা পুরস্কারগুলো পান।
সম্প্রতি পুরস্কার গ্রহণে পর্তুগাল গিয়েছেন সিনেমাটির নির্মাতা আবু শাহেদ ইমন। ‘আভাঙ্কা বৃত্তান্ত’ নামে পুরস্কার গ্রহণ ও অনুষ্ঠানের খুটিনাটি ফেসবুকে তুলে ধরেন তিনি। এবার গল্পটি শুনে নিন তার মুখে—
গত বছর পাওয়া পুরস্কার গ্রহণ করলাম এই বছরের উদ্বোধনী দিনে। এই উৎসবের রীতি অনুযায়ী এ বছরের সেরা ছবির নির্মাতাদের আমন্ত্রণ জানানো হবে আগামী বছর। এই এক বছর ধরে অপেক্ষার ফল অত্যন্ত মধুর হল। ফেস্টিভ্যালের পক্ষ থেকে যাতায়াত-হোটেল-খাবারসহ অন্যান্য সব খরচাদি তো দেয়া হচ্ছেই সাথে পাচ্ছি এই বৈচিত্র্যময় পৃথিবীর অত্যন্ত সুন্দর একটি ছিমছাম শহরে চলচ্চিত্র নিয়ে ভালোবাসা আর উন্মাদনা দেখবার চাক্ষুষ সুযোগ। ২০-তম আসর হচ্ছে এবার। এই টিন-এজ পার হয়ে বিশে পা দেয়া টগবগে তারুণ্যের মতই গতকাল সন্ধ্যায় শুরু হয় এদের উদ্বোধনী ডিনার। প্রায় হাজার খানেক লোকের সমাগমে লোকাল মিউনিসিপালিটির হলে বিশাল আয়োজন করা হয়। সাথে ছিল ৩টি ব্যান্ডদল। খাবার পর্ব শেষে উদ্বোধনী প্রোগ্রাম শুরু হয় রাত সাড়ে ১০টায়। ডিনার মাঠ থেকে ব্যান্ড দলের সাথে মার্চ করতে করতে সমস্ত আগত অতিথি ও উদ্বোধনী উৎসবের দর্শকেরা লাইন ধরে যেতে থাকে ভেন্যুর দিকে। ভেন্যুতে পৌঁছাবার পরে হলে ঢুকে আরেকটি ব্যান্ড দল অভিবাদন জানায় দর্শকদের। ১৯তম আসরের পুরস্কার বিতরণী আর উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত ১২টায় ২০তম আসরের লোগো উন্মোচনের মধ্য দিয়ে এবারের আসরের উদ্বোধন করা হয়। এরপর চলে আফটার পার্টি। সেটা শেষ হয়নি বলেই শেষ খবর পর্যন্ত জানা গিয়েছে। এই পার্টি চলবে আগামী ৩১ তারিখ পর্যন্ত। আগামী কয়েকদিন পার্টি করা ছাড়াও এবারের মূল প্রতিযোগিতা বিভাগে জুরি হিসেবে কাজ করতে হবে আমাকে। সিনেমার সাথে জাপটা-জাপটি সম্পর্ক তাই আপাতত বিশ্রাম পাচ্ছেনা।
জুরি প্রেসিডেন্ট পর্তুগালের Luís Oliveira Santos (Portugal) সাথে আরও আছে Abu Shahed Emon (Bangladesh); Malte Wandel (Alemanha/Germany); Moghadaseh Rouhi (Irão/Iran); Javi Navarro (Espanha/Spain). http://www.avanca.com/pt/node/248
ইতিমধ্যেই জুরি হিসেবে সবার মনোযোগের কেন্দ্র বিন্দুতে শুধু আমি নই আছে বাংলাদেশও। গতকালও ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে গত আসরের সেরা অভিনেতার জন্য মোশাররফ করিম Mosharraf Karim এবং শ্রেষ্ঠ ছবির জন্য Jalal’s Story— জালালের গল্প-কে পুরস্কার দেয়া হয়। পুরস্কার অনুষ্ঠানে স্থানীয় মেয়র Dimantino Sabina- Mayor of Estarreja City সহ আরও অনেক গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন। উৎসবের উদ্বোধনী বক্তৃতায় উৎসব পরিচালক Antonio Costa Valente বাংলাদেশ থেকে আমাদের অংশগ্রহণের জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে। আভাঙ্কা উৎসবে সিনেমার পাশাপাশি এদের গবেষণা, কনফারেন্স, ফিল্ম ওয়ার্কশপ সহ অন্যান্য সব আয়োজন দেখে সত্যিই ভালো লাগছে। উদ্বোধনী উৎসবে যোগ দিতে ঢাকা থেকে এসেছিলেন সাগর ভাই, কণা ভাবি, সাগর ভাইয়ের কন্যা মেঘনা ও জামাতা রাফাত। গতকাল থেকে চলচ্চিত্র নিয়ে ম্যারাথন আড্ডাবাজি চলছে।
এই আড্ডা এই শহরে আগামী দিনে অন্যান্য বাংলা ছবি নিয়েও হবে বলে আমি বিশ্বাস করি। ভ্রমণের জন্য হলেও এই শান্ত শহরে আমি আবার ফিরে আসব আশা করছি। এইভাবেই ছোট ছোট চেষ্টায় একদিন আরও বড় বড় উৎসবে আর নিজদেশে দর্শকের মননে-মগজে সদর্পে ঘুরে বেড়াবে আমাদের সিনেমা। উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রাপ্ত এই পজিটিভিটি ছড়িয়ে দিতে একটু বেশি করেই লিখলাম। ধৈর্য্য নিয়ে পড়ে থাকলে ধন্যবাদ। আর ছবি দিলাম কিছু… আগামী দিনেও আরও দিব ইনশাল্লাহ