Select Page

‘জেলের দাগ একবার যার লাগছে, সে–ই দাগি’ (টিজার)

‘জেলের দাগ একবার যার লাগছে, সে–ই দাগি’ (টিজার)

প্রথম ছবি ‘সুড়ঙ্গের’সাফল্যের পর লম্বা বিরতি। যা কিনা আফরান নিশোর প্রতি দর্শক আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এবার দ্বিতীয় ছবি ‘দাগি’র টিজার মুক্তিতে সেই প্রতীক্ষায় ছেদ পড়ল। মঙ্গলবার দুপুরে ইউটিউব ও ফেসবুকে ঈদ বিশেষ এই ছবিটির ঝলকে ভেসে ওঠে নিশোর ভিন্ন অবতার; উঠে আসে জেল জীবনে থাকা এক ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি।

১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে আফরান নিশোকে পাওয়া গেছে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে বড় চুলে, মাঝখানে ছোট চুল আর একদম শেষে কয়েদির পোশাকে হাজির হন তিনি। তাঁর কয়েদি নম্বর ৭৮৬। টিজারের শুরুতেই নিশোকে বলতে শোনা যায়, ‘আব্বা আমাকে সব সময় বলত, “নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর।”’ এরপর নিশোর কণ্ঠে শোনা যায়, ‘এবার বুঝতে পারতেসি, জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যার লাগছে, সে–ই দাগি। সারাটা জীবন।’

ছবিতে নিশোর সঙ্গে আছেন দুই নায়িকা তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। তারাও দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন। এর মধ্যে তমারও শেষ সিনেমা নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’। তাদের সঙ্গে টিজারে শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেল।

এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। এটা তো মাত্র প্রথম ঝলক, আরও অনেক চমক একে একে আসতে থাকবে।’

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকেরা প্রথমবারের মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখল, খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। তবে দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবে, তখনই আমাদের চেষ্টা সার্থক হবে।’

নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে জানতে চাইলে আফরান নিশো বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে।’

সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ বিভিন্ন এলাকায় শুটিং হয়েছে ‘দাগি’র। ঈদের এ সিনেমায় আছেন গাজী রাকায়েত, মিলি বাশার প্রমুখ।


Leave a reply