Select Page

জয়ার ক্ষোভ প্রকাশের এক সপ্তাহ পর সন্ধ্যায় শো পেল ‘বিউটি সার্কাস’

জয়ার ক্ষোভ প্রকাশের এক সপ্তাহ পর সন্ধ্যায় শো পেল ‘বিউটি সার্কাস’

স্টার সিনেপ্লেক্সে প্রাইম টাইমে শো না পেয়ে বৈষম্যের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছিলেন ‘বিউটি সার্কাস’-এর তারকা জয়া আহসান ও এবিএম সুমন। এক সপ্তাহের ব্যবধানে বসুন্ধরা সিটিতে সোয়া ৭টায় একটি শো পেয়েছে মাহমুদ দিদারের সিনেমাটি।

সিনেপ্লেক্স সূত্রে জানা যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহে বসুন্ধরা সিটি আউলেটে ৪টি ও সনি স্কয়ারে ২টি দুটি শো পেয়েছে ‘বিউটি সার্কাস’।

এর আগে ২৩ শুক্রবার সিনেমাটি মুক্তির দিন জয়া জানান, একই দিনে দুটি ছবি মুক্তি পেলেও স্টার সিনেপ্লেক্সের কোনও শাখায় তাদের ছবিটি সন্ধ্যার কোনও শো পায়নি! তার ভাষ্যে, ‘‘দেখুন মানুষ তো দিনের বেলায় ছবি দেখার সময়-সুযোগ অতোটা পায় না। অথচ সন্ধ্যেবেলায় আমাদের সেরকম কোনও শো নেই। এখানে বোধহয় ‘অন্য কোনও একটি বিষয়’ আছে! আমি বলবো একই যাত্রায় পৃথক ‘অন্যকিছু’ থাকতে পারে না। দুটো ছবি রিলিজ হয়েছে। দুটোই সমান সুযোগ পাক। দুটোই ভালো করুক- সেটা আমি চাই। বাকিটা তো দর্শকরা রায় দেবেন। কিন্তু দর্শকদের দেখার সুযোগটা তো আমাদের দিতে হবে। তবু স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে থ্যাংকস জানাচ্ছি, ‘অন্য কিছু’র পরেও তারা দিনের বেলায় আমাদের ছবির জন্য অনেকগুলো শো রেখেছেন।’’

অন্যদিকে সুমন বলেন, ‘ছবিটি দেখে আর দর্শকদের উচ্ছ্বাসে যতটা আনন্দ পেয়েছি, ততটাই মন খারাপ হলো। কারণ, স্টার সিনেপ্লেক্সে আমাদের ছবিটি ইভনিং শো পায়নি। অথচ সিনেমা দেখার জন্য দিনের সবচেয়ে ভালো সময় সন্ধ্যা। তবে হাল ছাড়ছি না। আমার বিশ্বাস দর্শক আগ্রহে দ্রুতই সন্ধ্যার শো পাবো আমরা।’


মন্তব্য করুন