Select Page

প্রথমবার বৃদ্ধ শাকিব খান, ‘প্রিয়তমা’র বাজার চাঙ্গা

প্রথমবার বৃদ্ধ শাকিব খান, ‘প্রিয়তমা’র বাজার চাঙ্গা

গত এক দশকে সিনেমা যেমন হোক শাকিব খানের লুক নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। তার সবকটিকে উতরে গেলেন ‘প্রিয়তমা’র বৃদ্ধ লুকে। যদিও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগছে এই নায়ককে।

এর আগে ফার্স্টলুক ভিডিওতে অনেকটা সালমান খানের মতো অবতারে দেখা গিয়েছিল তাকে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মাঝে শাকিব ভক্তরা মেতেছিলেন। এবার বৃদ্ধ লুকে ভক্ত ছাড়াও সোশাল মিডিয়ার সাধারণ ব্যবহারকারী, চলচ্চিত্র, নাটক ও সংগীত জগতের শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা মুগ্ধতা প্রকাশ করেছেন।

অনেকেই বলছেন, শাকিব খানের নতুন এই লুকে ভীষণ প্রভাব পড়বে ঈদের বাজারে। মুক্তি প্রতীক্ষিত অন্য সিনেমা সংশ্লিষ্টদের চিন্তায় ফেলে দিয়েছে।

শাকিবের নিয়মিত দর্শকরা জানান, দুই যুগের ক্যারিয়ারে এই নায়ক কখনো এতটা বয়সী লুক নিয়ে হাজির হননি। প্রিয়তমা’ ছবির তৃতীয় লুক শেয়ার করে ছবিটির পরিচালক হিমেল আশরাফও তা-ই লিখেছেন। তিনি বলেন, ‘এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। সিনেমা হলে দেখা হবে।’

পোস্টারে সাদা পাঞ্জাবি-পায়জামা পরে বসে আছেন শাকিব। সাদা–পাকা লম্বা চুল। চেহারায় স্পষ্ট বয়সের ছাপ, ভাঁজ পড়ে গেছে মুখ ও শরীরের চামড়ায়।

পোস্টার শেয়ার করে শাকিব লিখেছেন, ‘আছি তোমারই অপেক্ষায়…।’ এই অপেক্ষা দর্শক নাকি মনের মানুষের। অবশ্য ক’দিন আগে পরিচালক সৈকত নাসির লিখেছিলেন ‘প্রিয়তমা’ লাভ-ট্র্যাজেডি ধাঁচের সিনেমা।

কয়েক দিন আগে পরিচালক হিমেল আশরাফ জানান, ‘প্রিয়তমা’ নিয়ে শতভাগ আশাবাদী তিনি। আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘আমার কাছে মনে হয় যে নির্মাতা শাকিব খান, গল্প, বিনোদন, চিত্রায়ণ, কালার, লোকেশন, অভিনয় সব মিশিয়ে দিতে পারবেন, তিনিই জিতে যাবেন। কারণ শাকিব খান অন্য লেভেলের স্টার। প্রথম তিন দিন শাকিব ভাইয়ের নামে যে দর্শক আসবে, এই দর্শকগুলো পুনরায় হলে আসবে এবং তাদের মুখে মুখে এই ছবি ব্যাপক পরিসরে ছড়িয়ে যাবে।’ 

‘প্রিয়তমা’য় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। ছবির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।


Leave a reply