Select Page

প্রধানমন্ত্রীর কাছে নবাবের সাফল্য বর্ণনা করলেন মন্ত্রী (ভিডিও)

প্রধানমন্ত্রীর কাছে নবাবের সাফল্য বর্ণনা করলেন মন্ত্রী (ভিডিও)

বৃহস্পতিবার কলকাতার প্রিয়া সিনেমা হলে অনুষ্ঠিত হয় ‘নবাব’-এর প্রিমিয়ার। পরদিন পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি।

ওই সময় স্থানীয় সংবাদমাধ্যমকে সিনেমাটির নায়ক শাকিব খান বলেন, “দুইদিন আগে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। সেখানেও কিন্তু ‘নবাব’ নিয়ে আলোচনা হয়েছে। ‘নবাব’ নিয়ে মন্ত্রী মহোদয় (তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু) মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে, এখন পর্যন্ত নবাবের টিকিট পাওয়া যাচ্ছে না। হাউসফুল একটি সিনেমা, সুপারহিট একটি সিনেমা।”

পশ্চিমবঙ্গে ‘নবাব’-এর মুক্তি নিয়ে বলছিলেন, ‘আমি তো ভীষণ এক্সাইটেড। বিকজ যেহেতু আমরা বাঙালি। কো-প্রডাকশন হচ্ছে দুই বাংলার মধ্যে। দ্যাট মিনস দুই বাংলার মানুষের ভাষা এক, দুই বাংলা মানুষদের কৃষ্টি-কালচার সব কিছুতে একটা সিমিলারিটি আছে।’

শাকিব বলেন, “বাংলাদেশের মানুষ ‘নবাব’ অনেক পছন্দ করেছে। বিগত অনেক বছরের চাইতে ‘নবাব’ অনেক বড় হিট সিনেমা। এখনো অনেক হলে চলছে।”

উল্লেথ্য, যৌথ প্রযোজনার নামে নিয়ম লঙ্ঘন করা সিনেমার পক্ষে কথা বলায় কিছুদিন আগে তথ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সদস্যরা।


মন্তব্য করুন