Select Page

বিনিময় চুক্তিতে ‘ইন্সপেক্টর নটি কে’, একইদিন ভারত-বাংলাদেশে মু্ক্তি!

বিনিময় চুক্তিতে ‘ইন্সপেক্টর নটি কে’, একইদিন ভারত-বাংলাদেশে মু্ক্তি!

ভারতের সঙ্গে চলচ্চিত্র আমদানি-রপ্তানি নীতিমালায় সাধারণত একই দিনে দুই দেশে একই সিনেমা মুক্তি পায় না। এবার তার ব্যতিক্রম হচ্ছে। জানাচ্ছে প্রথম আলো।

সংবাদমাধ্যমটি জানায়, বাংলাদেশের নুসরাত ফারিয়া ও ভারতের জিৎ অভিনীত ছবি ‘ইন্সপেক্টর নটি কে’ আর যৌথ প্রযোজনায় নেই। এটি এখন ভারতের একক প্রযোজনায় আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে। তবে ভারতের সঙ্গে চলচ্চিত্র আমদানি-রপ্তানি নীতিমালায় ছবিটি একই দিনে এ দেশেও মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিটি দেশে আমদানি করবে জাজ মাল্টিমিডিয়া।

মাস চারেক আগে ভারতের জিৎ’স ফিল্ম ওয়ার্কস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া যৌথভাবে ছবিটির শুটিং শুরু করে। কিন্তু শুটিংয়ের শেষ পর্যায়ে এসে বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠন ও নতুন প্রিভিউ কমিটি গঠিত না হওয়ার কারণে যৌথ প্রযোজনায় ছবিটির মুক্তি আটকে যায়। তাই পরে দুই প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ সিদ্ধান্তে ভারতের জিৎ’স ফিল্ম ওয়ার্কসের একক ছবি হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তির দিন ঠিক করা হয়। একই দিন মুক্তি বাংলাদেশে।

সিনেমাটি পরিচালনা করছেন অশোক পাতি।


মন্তব্য করুন