Select Page

শক্ত-পোক্ত মার ‘মহানগর ২’

শক্ত-পোক্ত মার ‘মহানগর ২’

দুইটা কথা মনে রাখবেন!

এক. ওসি হারুন শক্তপোক্ত একটা নাম!
দুই. ওসি হারুনদের মতো লোক কিছুটা হলেও দেশে দরকার।

একটা নির্মাণের পেছনে সকলের সামনে চলেই আসে কলাকুশলীদের নাম। কিন্তু একটা নির্মাণের নায়ক নির্মাতা তখনই হয় যখন সেই নির্মাণ দর্শকের মনে দাগ কাটতে পারে। হ্যাঁ, বলছিলাম মনে দাগ কেটে ফেলার মতো একটা সিরিজের কথা, বুঝেই গেছেন হয়তো কোন নগরের কথা বলছিলাম।

মহানগর দ্বিতীয় কিস্তির মারটা এতোটাই পোক্ত ছিলো যা প্রথম কিস্তিকে ছাড়িয়ে গিয়েছে। বিশেষ করে শেষের চালটা নেওয়ার মতো ক্ষমতা সকলের হবে কিনা আমার জানা নেই। আরো দারুণ বিষয় তৃতীয় কিস্তির মারটা কতোটা জখম তৈরি করবে, সেটা ভাবার জন্য নির্মাতা দর্শকদের যদি অনেক সময়ও অপেক্ষা করায় এতেও খুব একটা সমস্যা হবে না।

পরিচালনা এবং বাদবাকি📜
➖➖➖➖➖➖➖➖➖
আমি হলফ করে বলতে পারি একটা ভালো নির্মাতাকে যদি ভালো একটা বাজেট আর স্বাধীনতা দেওয়া হয়, তবে সেটা কেমন বুমেরাং তৈরি করতে পারে তার উদাহরণ হলো মহানগর ২। তবে আর যাই বলেন নিপুণ সাহেবের সাহসের মুনশিয়ানা দেখে স্রেফ অবাক হলাম, বাংলাদেশে থেকে দেশের সমসাময়িক বিষয়গুলো এতো মেটাফোরিকভাবে তুলে ধরার সাহস আজকাল তো দেখাই যায় না, সেদিক দিয়ে ছবিয়ালের এই সদস্য বলতে গেলে ইতিহাস তৈরি করে ফেলেছেন। এই নির্মাণ ওটিটি জগতে একটা ইতিহাস হয়ে থাকবে বলা চলে। অপর দিকে নির্মাতার ফ্রেমিং চয়েস ছিলো টপ-নচ, যা ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি ভালো লেগেছে। এছাড়া বিভিন্ন সেগমেন্টর কালার গ্রেডিং চোখে লেগে থাকার মতো। আবার যদি আবহসঙ্গীত-এর কথা বলি সেদিক দিয়ে প্রতি সেকেন্ডে চিন্তা-আগ্রহ-চাহিদা তৈরি করতে পেরেছে ফ্রেম পার সেকেন্ড প্রোডাকশন।

অভিনয়সংক্ষেপ🎬
➖➖➖➖➖➖
🔳 মোশাররফ করিম: আপনি এই মানুষটার কাছে যা চাইবেন, মানে ফিল্ম কিংবা নাটকে যাই চাইবেন সে দিবেই দিবে। ৪২০-র মন্টু মিয়া এতোদিন একটা চকচকে চরিত্র ছিলো আমার কাছে। তবে আজ থেকে ওসি হারুন আইকনিক একটা নাম হয়ে থাকবে। আপনি ওসি হারুনের উপর ত্যক্ত-বিরক্ত সব হবেন কিন্তু সিরিজ শেষ হবার আগে এই চরিত্র থেকে বের হতে পারবেন না, মানে তিনি বের হতে দিবেন না। এবার বুঝে নেন কি শক্তিশালী অভিনয় দেখতে যাচ্ছেন।

🔳 ফজলুর রহমান বাবু: বাবর চরিত্রটা সার্থকতা পেলেও, উনি যে পর্যায়ের অভিনেতা উনি কিন্তু এরচেয়ে ঢের বেশি আউটপুট দেবার সক্ষমতা রাখেন, কিন্তু কেনো জানি শেষে এসে সেটা ধরে রাখতে পারেননি।

🔳 আফসানা মিমি: আমি উনার অসম্ভব রকমের ভক্ত। উনাকে স্ক্রিনশট টাইম আরো বেশি দিলেই ভালো লাগতো। তবে যতোটুক ছিলেন বলার অপেক্ষা রাখে না ততোটুকুই সাবলীল ছিলেন।

🔳 শ্যামল মাওলা: আফনান চরিত্রটা মহানগর ২-তে এতোটা হারিয়ে যাবে আশাই করি নাই। আশা করেছিলাম আফনান চরিত্রে ভালো একটা ব্লাষ্ট তৈরি হবে এই সিজনে। কিন্তু তেমন কিছুই হলো না, আফসোস হচ্ছে এই ওটিটি কিং-এর জন্য।

🔳 বৃন্দাবন দাশ: উনাকে যেভাবে প্রেজেন্ট করা হইছে আসলেই তা প্রশংসার দাবিদার। উনার অভিনয়ের নিজস্বতা দিয়ে এভাবে প্রেজেন্টেশন জাস্ট নির্মাতার ক্রেডিট।

🔳 দিব্যজ্যোতি: কথায় আছে নাড়ির টান। বাবা-মায়ের গুণাবলী চলেই আসছে বলা যায়। এতো নিখুঁত ইমোশনাল অভিনয় যা দিব্য’র ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে। ছেলেটার অভিনয় অসাধারণ লেগেছে।

এছাড়া প্রতিটা চরিত্র যে যার জায়গায় সেরাটাই দিয়েছেন। মলয় চরিত্র খুব বেশি মিস করেছি বাট শেষে এসে পরিচালক প্রশান্তি দিয়েছেন।

পরিশেষে মহানগর ২ একটা অনবদ্য সৃষ্টি, যা বাংলা ওটিটি প্লাটফর্মের ইতিহাস হয়ে থাকবে। এই সিরিজের টুইস্টগুলো পারফেক্ট থ্রিলিং ভাব নিয়ে আসে। বিশেষ করে শেষের টুইস্ট এবং রজব আলীর (অনির্বাণ চক্রবর্তী) এন্ট্রি মন ছুঁয়ে যাবার মতো। সব কথার শেষ কথা, দয়া করে পাইরেসি করে দেইখেন না, খরচ করে দেখেন তাহলে এর সাথে জড়িত সকলে উপকৃত হবেন।
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
এক নজরে মহানগর ২,
বানিয়েছেন: আশফাক নিপুণ 
রচয়িতা:    আশফাক নিপুণ
শ্রেষ্ঠাংশে:    মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, আফসানা মিমি, দিব্য, তানজিকা আমিন, ক্যামিও চরিত্রে অনির্বাণ চক্রবর্তী সহ আরো অনেকে
ধরণ:         ক্রাইম থ্রিলার
দেশ:          বাংলাদেশ
ভাষা:           বাংলা
আইএমডিবি: ৮.৮/১০
ব্যক্তিগত মতামত: ৯.০/১০


লেখক সম্পর্কে বিস্তারিত

মন্তব্য করুন