Select Page

সরকারি অনুদান ২০২০-২১ পাচ্ছে ১০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সরকারি অনুদান ২০২০-২১ পাচ্ছে ১০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

২০২০-২১ অর্থ বছরে বিভিন্ন বিভাগে সরকারি অনুদান পাচ্ছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বুধবার (১৬ জুন) এক প্রজ্ঞাপনে বিস্তারিত জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

শিশুতোষ বিভাগে নাম এসেছে ‘জল পাহাড় আর পাতাদের গল্প’। মো. মেহেদী হাসান (অর্ণব) পরিচালিত এ ছবি পাচ্ছে ২০ লাখ টাকার অনুদান। স্বপ্ন সমুদ্র প্র পরিচালিত ‘রুপালী আঁশ’ পাচ্ছে একই অঙ্কের অনুদান।

মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ পরিচালনায় আছেন শায়লা রহমান তিথি, পাচ্ছে ১৮ লাখ টাকা। একই বিভাগে  প্রামাণ্যচিত্র ‘স্বাধীনতার পোস্টার’ বানাচ্ছেন নাসরিন ইসলাম, তাকে দেওয়া হচ্ছে ১৭ লাখ টাকা অনুদান।

সাধারণ শাখায় ‘হাওয়াই সিড়ি’ নির্মাণ করছেন শামসুদ্দীন আহমদ শিবলু, তিনি পাচ্ছেন ১৮ লাখ টাকা। মো. ফজলে হাসান শিশির ‘ঝিরি পথ পেরিয়ে’ পাচ্ছে ২০ লাখ টাকা অনুদান। এমদাদুল হক খানের ‘শিরিনের একাত্তর যাত্রা’ পাচ্ছে ১৫ লাখ টাকা।

মো. রাসেল রানা পরিচালিত ‘সোনার তরী’ স্থান পেয়েছে প্রামাণ্যচিত্র বিভাগে। সিনেমাটিকে দেওয়া হচ্ছে ২০ লাখ টাকা। তাসমিয়াহ আফরিন মৌ পরিচালিত ‘আমার নানুর বাড়ি’ পাচ্ছে ১৪ লাখ টাকা অনুদান।  এ ছাড়া ‘বিন্দু থেকে বৃত্ত: একজন বকুলের আখ্যান’ পরিচালনা করছেন ‘মেহজাদ গালিব’, ছবিটিকে দেওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।

এর আগে মঙ্গলবার আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পাচ্ছে ১২ কোটি টাকা।


মন্তব্য করুন