Select Page

শাকিব খানের সঙ্গে কাজ করতে চান শিবপ্রসাদ

শাকিব খানের সঙ্গে কাজ করতে চান শিবপ্রসাদ

বাংলাদেশের চলচ্চিত্রের হালচাল নিয়েও সচেতন আছেন বলে সাংবাদিকদের জানান শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ঢাকাই চলচ্চিত্রের অনেকের সাথেই আছে তার সখ্য, এমনটা বলতেও ভুলেননি। চিত্রনায়ক ফেরদৌসের সাথে বন্ধুত্বের কথাও বলেছেন এক ফাঁকে।

তবে কাজ করতে চান বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খানের সাথে। এমন ইচ্ছা পোষণ করে এই নির্মাতা বলেন: বাংলাদেশে আসার আগে ৫ নভেম্বর (মঙ্গলবার) শাকিবের সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে। তার সাথে যদি গল্পে মিলে যায় তবে তাকে নিয়ে কাজ হবে। সে ভীষণ ব্যস্ত নায়ক। যদি সময় বের করতে পারে, গল্প এবং সবকিছু যদি মিলে যায় তবে আমাদের একসাথে কাজ হবে।

কলকাতার চলচ্চিত্রে এই সময়ের অন্যতম সেরা নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তার নির্দেশিত সিনেমা মানেই হিট! প্রাক্তন, বেলাশেষে, হামি, পোস্ত’র মতো ব্যবসাসফল চলচ্চিত্রের এই নির্মাতা বর্তমানে বাংলাদেশে আছেন। তার চলচ্চিত্র ‘কণ্ঠ’ শুক্রবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।এই উপলক্ষ্যে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় সংবাদ সম্মেলনে এসে শিবপ্রসাদ ছবিটি ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেন।

তিনি আরও বলেন, শাকিব-ফেরদৌস ছাড়াও বাংলাদেশের পরিচালক নির্ঝর (এনামুল করিম নির্ঝর) আমার খুব কাছের মানুষ। তার ‘আহা!’ সিনেমা আমাকে মুগ্ধ করেছে। যদি ওইরকম একটা সিনেমা জীবনে বানাতে পারি তবে নিজেকে ভালো পরিচালক মনে করবো!

শিবপ্রসাদ বলেন, আমি প্রথম অভিনয় করি বাংলাদেশের সিনেমাতে। অনুপ সিংয়ের পরিচালনায় কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের জীবনী নিয়ে নির্মিত ‘দ্য নেম অব এ রিভার’ চলচ্চিত্রটিতে আমার সহশিল্পী ছিলেন শমী কায়সার।


মন্তব্য করুন