Select Page

‘মিশন এক্সট্রিম’ টিমের আরও দুই ছবি

‘মিশন এক্সট্রিম’ টিমের আরও দুই ছবি

মিশন এক্সট্রিম ছবির দুই পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ

‘মিশন এক্সট্রিম’-এর দুই পরিচালক ফয়সাল আহমেদ ও সানী সানোয়ারের আরো দুই ছবির ঘোষণা দিলেন। প্রযোজনা করবে কপ ক্রিয়েশন।

শনিবার এক অনুষ্ঠানে সানী সানোয়ার জানালেন, আগামী বছর তারা দুটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। বলেন, ‘‘শুরু থেকেই আমরা পুলিশ অ্যাকশন থ্রিলার নিয়ে কাজ করে আসছি। এর আগে করেছিলাম ‘ঢাকা অ্যাটাক’। এরপর আসছে ‘মিশন এক্সট্রিম’। আগামী বছর ২০২০ সালে আমরা দুটি ছবি নির্মাণে হাত দেবো।”

আরো বলেন, “এর মধ্যে একটি হবে পুলিশ অ্যাকশন। অপরটি অন্য ভাবনার। এটি হতে পারে সামাজিক সচেতনতা, পারিবারিক বা ভালোবাসার গল্প।’’

বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর পর ‘মিশন এক্সট্রিম’ একই টিমের দ্বিতীয় সিনেমা। চলতি বছরের ২০ মার্চ থেকে শুরু হয় ‘মিশন এক্সট্রিম’ সিনেমার শুটিং।প্রথম পোস্টার প্রকাশ হয়েছে শনিবারের ওই অনুষ্ঠানে।

সূত্র: বাংলা ট্রিবিউন


Leave a reply