Select Page

‘আহা’র ১২ বছর পর নির্ঝরের ৯ সিনেমা

‘আহা’র ১২ বছর পর নির্ঝরের ৯ সিনেমা

নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম

এনামুল করিম নির্ঝরের ‘আহা!’ মুক্তির পর পেরিয়ে গেছে একযুগ। দ্বিতীয় সিনেমা ‘নমুনা’ও প্রায় এক দশক ধরে আটকে আছে সেন্সরে। সেই নির্মাতাই শুক্রবার ঘটা করে জানালেন, একসঙ্গে ৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন ২০২১ সালে!

এর মধ্যে তিনটি ছবির টিজার দেখিয়েছেন সংবাদকর্মীদের, একটির টিজার প্রকাশ করেছেন অনলাইনে। তবে নাম চূড়ান্ত করে শুটিং এগিয়ে রেখেছেন বাকি ছবিগুলোরও।

সেই দিন নির্ঝর জানান, সবগুলো ছবির নামই ‘ব’ আদ্যক্ষরের। কারণ, ব-তে বাংলাদেশ, ব-তে বঙ্গবন্ধু। নামগুলো এমন- ‌‌‘ব্যাপার’, ‘বাকবাকুম’, ‘বগল’, ‘বুদবুদ’, ‘বেলুন’, ‘বিষে ২০’, ‘বালিশ’, ‘বয়স-বাজনা’ ও ‘বিবাহ’। এরমধ্যে প্রথম ছবিটির শুটিং শেষ। বাকিগুলোর কাজ চলছে। যার সবকটির শুটিং শেষ করবেন ২০২০ সালের মধ্যে। আর এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে ২০২১ সালে। কারণ, এই বছর উদযাপন হবে বাংলাদেশ জন্মের ৫০ বছর।

এদিকে শুক্রবারের এই উৎসবমুখর ঘোষণা অনুষ্ঠানে এনামুল করিম নির্ঝরের ডাকে হাজির হয়েছেন দেশের নামকরা শিক্ষাবিদ, স্থপতি, সম্পাদক, সাংবাদিক, মেয়র, সংসদসদস্য, কণ্ঠশিল্পীসহ অনেকেই। তবে নির্ঝরের স্ত্রী অভিনেত্রী অপি করিমের উপস্থিতি ও বক্তব্য ছিল আকর্ষণের কেন্দ্রে।

অপি করিম বলেন, ‘আমরা স্বপ্ন দেখতে এখন ভয় পাই। সেই সময়ে এই উদ্যোগগুলো সাহসের বিষয়। আমি ছোট্ট একজন নাট্যকর্মী। সে হিসেবে তার এই চলচ্চিত্র প্রজেক্টের সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে পারলে খুশি হবো। গানটা আমি একেবারেই বুঝি না। তবে আর কিছু বুঝি না বুঝি- আপন মানুষ হিসেবে তার পাশে থাকতে চাই।’

তবে নির্মাণাধীন ৯টি চলচ্চিত্রের কোনোটিতে অপি করিম অভিনয় করছেন কি না, সেটির বিষয়ে স্পষ্ট করেননি স্থপতি, গীতিকবি-সুরকার ও নির্মাতা এনামুল করিম নির্ঝর।

সূত্র: বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন