Select Page

২৭ মার্চ মুক্তি পাচ্ছে ‘নীল মুকুট’

২৭ মার্চ মুক্তি পাচ্ছে ‘নীল মুকুট’

২৭ মার্চ মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘নীল মুকুট’।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নীল মুকুট’-এর পোস্টারটি মুক্তির পর থেকেই ব্যাপকভাবে সমাদৃত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার দেখে একজন মন্তব্য করেছেন, “বাংলা সিনেমার পোস্টার এতো সুন্দর আর গভীর হবে, এটাই চাওয়া ছিলো সব সময়।” আলোচিত ও নন্দিত পোস্টারটি পাওয়া যাচ্ছে বাতিঘরসহ বইমেলার আরও কয়েকটি স্টলে। সেই সাথে পাওয়া যাচ্ছে পোস্টারের স্কিমে বুকমার্ক। এর আগে ছবিটি কয়েকদিন আগেই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় মাত্র ১০ দিনে।

ইতিমধ্যে উৎসবের আগে দেশে ‘নীল মুকুট’ মুক্তি দেওয়ার ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন কামার। কামারের ভাষ্যে, ‘উৎসবে না দেওয়া নিয়ে আমার দুইটা ভাবনা কাজ করেছে। উৎসব আমার খুবই প্রিয় কিন্তু উৎসবের জন্যেই ছবি বানাই না। আরেকটা বিষয়, উৎসব নিয়ে আমাদের অতি-উতযাপন যে দৈন্যটা তৈরি করছে সেটাও বন্ধ হওয়া দরকার।’ মুম্বাইয়ে ‘স্বর্ণশঙ্খ’ আর প্যারিসে ‘গ্রাপ্রি’ বিজয়ী ‘শুনতে কি পাও!’-এর নির্মাতা কামারের ভাষায় ‘নীল মুকুট’ তার অপরিকল্পিত ছবি। এখন পর্যন্ত ছবির বিষয় নিয়ে কোথাও মুখ খোলেননি তিনি। এর আগে শুধু জানিয়েছিলেন, প্লেনের ভেতর থেকে একটা কান্না শুনে এই ছবির আইডিয়া তার মাথায় আসে। ‘নীল মুকুট’-এর পরিবেশনার সাথে যুক্ত আছে কোয়াইট অন সেট প্রোডাকশন।

উল্লেখ্য, কামারের জলত্রয়ীর দ্বিতীয় ছবি ‘অন্যদিন…’ যৌথ প্রযোজনা করছে ফরাসী ডি ডব্লিউ এবং নরওয়ের ব্যারেন্টস ফিল্ম। জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত এবং বার্লিনালের সম্মানজনক ডব্লিউসিএফ বিজয়ী কামারের আরেক ছবি ‘শিকলবাহা’র যৌথ প্রযোজনায় আছে জার্মানীর ওয়াইডাম্যান ব্রস। গত বছর কান চলচ্চিত্র উৎসবে বিশ্বের অন্যতম শক্তিশালী চলচ্চিত্র ম্যাগাজিন ভ্যারাইটির শীর্ষ বাছাই ১০ প্রযোজক তালিকায় স্থান পেয়েছিলো ওয়াইডাম্যান ব্রস।

/সংবাদ বিজ্ঞপ্তি


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares