Select Page

সবাই আমাকে ব্যবহার করে, অনন্ত জলিলও করেছেন: হিরো আলম

সবাই আমাকে ব্যবহার করে, অনন্ত জলিলও করেছেন: হিরো আলম

হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন অনন্ত জলিল। তিন তারকা হোটেলে ডেকে সমঝোতা করিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে! অনন্ত নিজের ঘরে ডেকে স্ত্রী বর্ষাকে উপস্থাপক বানিয়ে আলমকে নিয়ে করেছেন টকশো! শুধু তা-ই নয়, এই করোনাকালেও ঘটা করে সাইনিং মানি হিসেবে ৫০ হাজার টাকা দিয়েছেন তাকে। তবে শেষ পর্যন্ত চারপাশের সমালোচনার মুখে পড়ে হিরো আলমকে নিয়ে সিনেমা না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন অনন্ত জলিল।

কারণ হিসেবে তিনি জানালেন হিরো আলমের আচার-ব্যবহার এবং নিজের ইমেজ রক্ষার কথা। অনন্ত বলেন, ‘আমি হিরো আলমকে নিয়ে কোনও সিনেমা বানাবো না এবং পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি ফেরত নেবো না!’

এ দিকে চুক্তি হওয়া সিনেমা থেকে বাদ দেওয়াসহ নায়ক অনন্ত জলিলের বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন হিরো আলম। অনন্ত জলিল সিনেমার জন্য সাইনিং মানি হিসেবে  দেওয়া ৫০ হাজার টাকা হিরো আলম ফেরত দেবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ফেইসবুক পেজে হিরো আলম আরো বলেন, কারো সহযোগিতায় আমি হিরো আলম হইনি। আমি কিন্তু কখনো অনন্ত জলিল ভাইকে ফোন দেইনি। তিনিই আমাকে ফোন দিয়েছেন। আমাকে আপনার সিনেমা থেকে বাদ দিয়েছেন, কোনো দুঃখ নাই। তবে আপনাকে একটা কথা বলতে চাই যে, হিরো আলমকে সবাই ব্যবহার করে, আমার মনে হয় অনন্ত জলিল ভাইও আমাকে ব্যবহার করেছেন।

এর আগে অনন্ত জলিল হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দেন। কিন্তু বৃহস্পতিবার হিরো আলমের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে সিনেমা থেকে তাকে বাদ দেওয়ার কথা জানান অন্তত। এরপরই নিজের ফেসবুক লাইভে এসে হিরো আলম এসব বলেন।

সিনেমা থেকে হিরো আলমকে বাদ দেওয়ার কারণ হিসেবে অনন্ত বলেছিলেন, ‘সম্প্রতি হিরো আলমের কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন তাকে নিয়ে সিনেমা বানানোর। সবসময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য।’

আরও বলেন, ‘সিংহভাগ বিনোদন সাংবাদিক এবং চলচ্চিত্র পরিবারের গুণীজনরা হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর বিষয়ে আপত্তি জানাচ্ছেন। এবং সম্প্রতি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই আবারও আমাকে নিষেধ করছেন তাকে নিয়ে সিনেমার না বানানোর। সব সময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য।’

এ বিষয়ে হিরো আলম বলেন, হিরো আলম বলেন, মাঝখানে একদিন এফডিসিতে সাংবাদিকদের অনন্ত ভাই বললেন যে, ‘হিরো আলমের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু আমি এগুলোতে কান দেই না।’ প্রশ্ন করে হিরো আলম বলেন- তাহলে আজকে কী এমন হলো, যা শুনে আমাকে বাদ দিলেন তিনি?

হিরো আলম বলেন, ছোট হোক, আমিতো নিজেই প্রযোজনা করি। আমাকে যদি কেউ সিনেমায় না নেয়, তাতে আমার দুঃখ নেই। সামনে আরো নতুন দুটো ছবিতে কাজ করারও প্রস্তাব আছে।


মন্তব্য করুন