Select Page

মৌসুমীর প্রযোজনায় চতুর্থ সিনেমা শিগগিরই

মৌসুমীর প্রযোজনায় চতুর্থ সিনেমা শিগগিরই

maushumiমাস কয়েক আগে ঋদ্ধি টকিজের সঙ্গে যৌথভাবে সিনেমা প্রযোজনার চুক্তির করেন জনপ্রিয় নায়িকা মৌসুমী। এবার সে চুক্তির নগদ ফল দেখা যাচ্ছে। নিজের প্রযোজিত চতুর্থ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

মৌসুমী এর আগেও সিনেমা প্রযোজনা করেছেন। ১৯৯৭ সালে তিনি ‘কপোতাক্ষ চলচ্চিত্র’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন। ওই প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম ছবি ‘গরীবের রানী’ পরিচালনা করেছিলেন মনোয়ার খোকন। এরপর নির্মাণ করেন মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘সুখের ঘরে দুখের আগুন’ ও মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘আমার বউ’। প্রথম দুটি সিনেমা ভালো ব্যবসা করেছে। পরে আর মৌসুমীকে শুধু টেলিভিশন নাটকের প্রযোজনায় দেখা গেছে।

এবার আবারও চলচ্চিত্র প্রযোজনায় দেখা যাবে তাকে। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি গুছিয়ে এনেছেন। ছবির নাম রেখেছেন ‘আমি এতিম হতে চাই’। ছবিতে অভিনয়ের জন্য আপাতত মৌসুমী ও ওমর সানীর নাম চূড়ান্ত হয়েছে। আরো থাকতে পারেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা

আগামী ২৯ অক্টোবর মৌসুমী-ওমর সানীর মেয়ে ফাইজার জন্মদিন। সেই দিনটিকে প্রযোজক হিসেবে নতুন ছবির মহরতের দিন হিসেবে ঠিক করেছেন মৌসুমী।

 


মন্তব্য করুন