Select Page

ক্রাইসিসে বিপাশার জন্মদিনের উপহার

ক্রাইসিসে বিপাশার জন্মদিনের উপহার

122‘জন্মদিনের উপহার হিসাবে তোকে “তালাশ- দ্য ক্রাইসিস” এই সিনেমাটা দিলাম… তুইই মুল চরিত্র, পরিচালক সৈকত নাসির….’

এটা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের একটি স্ট্যাটাসের অংশ বিশেষ। তিনি ফেসবুকে লিখেছিলেন ২৩ মে। এর পর সরবেই সিনেমাটির পূর্ব প্রস্তুতি শুরু হয়। নায়ক হিসেবে নির্বাচন করা হয় বাপ্পী ও এম বি সুমনকে।

কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটির ভাগ্য অনিশ্চিত।

শোনা গিয়েছিল বান্দরবানে টানা দৃশ্যধারণের প্রস্তুতি নিচ্ছিলেন সৈকত নাসির। হঠাৎ করেই সিনেমাটি না করার ঘোষণা দেন বাপ্পী। তিনি জানান, শিডিউল না মেলা ও পড়াশোনায় ব্যস্ততার কারণে সিনেমাটি ছেড়ে দিচ্ছেন। এর পর সৈকত ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, সিনেমাটি আসলেই হচ্ছে না।

তবে এ বিষয়ে জাজের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি।


মন্তব্য করুন