সত্তা থেকে ছাঁটাই আহমেদ রুবেল
বাংলাদেশের এক নাম্বার নায়ক শাকিব খান এবং কলকাতার অভিনেত্রী পাওলি দামকে নিয়ে হাসিবুর রহমান কল্লোল নির্মান করছেন সত্তা। ছবির শুরুতে পাওলি দামের বাবার চরিত্রে গুণী অভিনেতা আহমেদ রুবেলকে নেয়া হয়েছিল। প্রথম দফার শ্যুটিং এ তিনি বেশ কিছু দৃশ্যে অভিনয়ও করেছিলেন। কিন্তু দ্বিতীয় দফার শ্যুটিং-এ তিনি নেই, বাদ দেয়া হয়েছে আহমেদ রুবেলকে। খবর প্রথম আলো।
কেন বাদ দেয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে পরিচালক কল্লোল রুবেলকেই দায়ী করলেন। সময়মত শ্যুটিং এ উপস্থিত না হওয়া এবং শিডিউল দিয়েও হাজির না হওয়ায় আর কোন উপায় ছিল না পরিচালকের। ‘শুরুতে আমরা চার দিন শুটিং করেছিলাম। ছবিতে চুক্তির আগে তিনি যেভাবে কথা বলেছিলেন, শুটিংয়ের সময় আমরা তাঁকে সেভাবে পাইনি।’ বলেছেন কল্লোল।
ছবির কাজ শেষ হতে আর দিন পনেরো সময় প্রয়োজন। এমন সময়ে রুবেলকে বাদ দিতে বাধ্য হওয়া পরিচালক জানিয়েছেন, পরের লটে যখন আবারও শুটিং শুরু হলো, তখনো বারবার শিডিউল দিয়েও রুবেল কাজ করেননি।
আহমেদ রুবেলের পরিবর্তে সত্তায় এখন অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। তিনি ইতোমধ্যেই শ্যুটিং এ অংশ নিয়েছেন।