Select Page

চ্যালেঞ্জহীন অপু বিশ্বাস

চ্যালেঞ্জহীন অপু বিশ্বাস

opu-bishwas

ঈদ মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা সাহা মিমপরী মনির চার সিনেমা। তাদের মধ্যে মাহি, পরী ও মিম সেরা অবস্থানে থাকার বা স্থান করে নেয়ার প্রতিযোগিতায় আছেন। অন্যদিকে এ প্রতিযোগিতায় নেই অপু বিশ্বাস।

অগ্নি-টু’ নিয়ে পর্দায় আসছেন মাহি। মুক্তি আগেই সিনেমাটি যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। নায়িকা প্রধান এ সিনেমা নিঃসন্দেহে মাহির ক্যারিয়ারে নতুন পালক যোগ করবে। সপ্তম সিনেমা ‘পদ্ম পাতার জল’ নিয়ে আলোচনায় আছেন মিম। এটি ইমনের ২৭ নাম্বার সিনেমা হলেও দর্শকের মাঝে তার জনপ্রিয়তা কম। হয়ত তার জন্য এ সিনেমা টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু মূল আকর্ষণ হলেন মিম। এ ছাড়া এটি মিমের টিকে থাকার লড়াইও বটে।

আলোচিত নায়িকা পরী মনিও পিছিয়ে নেই। মুক্তি পাচ্ছে শাকিব-পরী জুটির প্রথম ছবি ‘আরো ভালবাসবো তোমায়’। সিনেমাটিতে কিং খান থাকলেও পরীর প্রতি দর্শকদের আগ্রহ প্রবল। এটি হতে পারে পরীর টার্নিং পয়েন্ট।

apu-bishwas-opu-biswas

অন্যদিকে মুক্তি পাচ্ছে শাকিব-অপু জুটির ৬৬ নম্বর ছবি ‘লাভ ম্যারেজ’। গতানুগতিক ধাঁচের এ সিনেমায় শাকিবই সব, অপু শুধু লাকি নায়িকা। এ সিনেমা হিট হলেও অপুর ক্যারিয়ারে কিছু যোগ হবে না। বরাবরের মতো শাকিবের সঙ্গে আরো কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হবেন- এ পর্যন্ত। এ কারণে হলেও সিনেমাটি হিট হওয়ার দরকার। কিন্তু অন্য তিন নায়িকার সঙ্গে তার পার্থক্য হলো— শাকিব বিনে অপুর বেশিদূর যাওয়ার নেই। সিনেমা হিট হলেও নামটা শাকিবের হবে। এ ছাড়া নায়িকা নিয়ে শাকিবের কোন সমস্যা নেই। কিন্তু অপুর আছে।

সব মিলিয়ে ঈদের প্রতিযোগিতায় থেকেও অন্য তিন নায়িকার মতো চ্যালেঞ্জে নেই অপু।


মন্তব্য করুন