Select Page

ভোলায় আরিফিন শুভ ও তিশা

ভোলায় আরিফিন শুভ ও তিশা

ostittho-arifin-shouvo-tisha

অনন্য মামুন তার নতুন ছবি অস্তিত্বের কাজ শুরু করেছেন গত মাসেই। এই ছবির মাধ্যমে প্রথমবারের মত চলচ্চিত্রে জুটি বেঁধেছেন আরিফিন শুভ এবং নুসরাত ইমরোজ তিশা। ছবির দ্বিতীয় পর্যায়ের শ্যুটিং শুরু হয়েছে গত শনিবার থেকে। এ উদ্দেশ্যেই ভোলায় গিয়েছেন শুভ-তিশা জুটি।

মৃত্যুপুরী ছবির শ্যূটিং এর জন্য দেশে ছিলেন না আরিফিন শুভ। তাই তাকে ছাড়াই শ্রীমঙ্গলে ছবির প্রথম পর্যায়ে শ্যুটিং করেন অনন্য মামুন। দ্বিতীয় পর্যায়ের শ্যুটিং শুরু হয়েছে ভোলায় – আরিফিন শুভ এবং তিশা দুজনেই যোগ দিচ্ছেন এ পর্যায়ে। ফলে প্রথমবার বড়পর্দার ক্যামেরা সামনে দাড়াচ্ছেন তারা। তবে শুভ ভোলায় পৌছে গেলেও তিশা এখনো পৌছাননি। ১৩ তারিখ পৌছে শ্যুটিং এ যোগ দিবেন তিনি।

শুভ-তিশা ছাড়াও ‘অস্তিত্ব’ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম রুবিনা, ডান প্রমুখ। ছবিটির গান করছেন হাবিব ও নাভেদ পারভেজ। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি।

সূত্র: বাংলামেইল


মন্তব্য করুন