Select Page

আগস্টে পরী মনির ‘লাভার নাম্বার ওয়ান’

আগস্টে পরী মনির ‘লাভার নাম্বার ওয়ান’

সময়টা এখন পরী মনির। এক সময় একের পর এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এখন মুক্তির মিছিলে যোগ হচ্ছে সে সব চলচ্চিত্র।

প্রযোজক সমিতির খাতায় মুক্তির তালিকার দিকে চোখ রাখলে পরী মনি অভিনীত সিনেমাই বেশি দেখা যায়। ২১ আগস্ট মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে পরী মনি ও বাপ্পি অভিনীত ‘লাভার নাম্বার ওয়ান’।

কাজ গত বছর শেষ হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে এতদিন মুক্তি দেয়া সম্ভব হয়নি ‘লাভার নাম্বার ওয়ান’। আগামী ঈদের পর মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছেন পরিচালক।

‘লাভার নাম্বার ওয়ান’ এ পরীকে দেখা যাবে দোলা নামের এক মেয়ের চরিত্রে আর বাপ্পি অভিনয় করবেন বাদশা নামের যুবকের চরিত্রে। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে আবর্তিত হয়েছে ছবিটি।

ফারুক ওমর পরিচালিত এ ছবিটির শুটিং শুরু হয় গত বছরের মাঝামাঝিতে। আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেহানা জলি, ডি জে সোহেল, আফজাল শরীফ প্রমূখ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares