Select Page

ইয়েলো রোমান্স দিয়ে মাহির শুরু

ইয়েলো রোমান্স দিয়ে মাহির শুরু

12111946_1677282725821024_7317462646551182498_n

অগ্নি ২’ চলচ্চিত্রর পর প্রায় পাঁচমাস অবসরে ছিলেন মাহি। এর পর চলতি মাসে অংশ নিলেন নতুন সিনেমা ‘কৃষ্ণপক্ষ’র শুটিংয়ে। এ সময়টা ঘুরে বেড়িয়েছেন, বন্ধুদের সঙ্গে হুল্লোড় করে কাটিয়েছেন। ঈদে দেখা গেছে কয়েকটি টিভি অনুষ্ঠানে। সঙ্গে আরেকটা কাজ করেছেন। সে কাজের সূত্রে মঙ্গলবার রাতে যাত্রা শুরু করে মাহির অনলাইন শপ ‘স্করপিয়ন হাট’।

এ দোকানে থাকবে নানা ধরনের হস্তশিল্প সামগ্রী। বন্ধুদের নিয়ে মাহি ঘর সাজানোর নানা ধরণের শো পিস, খেলনা সামগ্রী বানিয়েছেন। ফেসবুকে নিজের প্রতিষ্ঠানের নাম ‘স্করপিয়ান হাট’-এর নামে পেজ খুলেছেন। সেখানে মাহি নিজেই প্রচার করছেন নিজের পন্য। বিক্রিও সেখানেই। অর্ডার করলেই ক্রেতার ঠিকানায় চলে যাবে পছন্দের পণ্য।

10696235_1677031472512816_2080680579376546531_n

মঙ্গলবার রাতে নিজের পন্যের মডেল হয়ে প্রথম পন্য উন্মুক্ত করলেন মাহি। পন্যের নাম ‘ইয়েলো রোমান্স’। ভিডিও বার্তাই এখানে বিজ্ঞাপন। বিজ্ঞাপনে উৎফুল্ল মাহি পরিচয় করিয়ে দিলেন ইয়েলো রোমান্সের সঙ্গে। ইয়েলো রোমান্স একটি বেড ল্যাম্প। বিছানার দুপাশে রাখলে একধরণের রোমান্টিক পরিবেশ তৈরি হবে।

বিস্তারিত জানতে ঘুরে আসুন মাহির অনলাইন শপে। তার এ উদ্যোগ নিশ্চয় আপনার ভালো লাগবে।


মন্তব্য করুন