Select Page

১৮+ মন কোথায় থাকে? (টিজার)

১৮+ মন কোথায় থাকে? (টিজার)

Capture

১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে তন্ময় তানসেনের ‌‘১৮+’ সিনেমা ‘রান আউট’। এখনো প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ ট্রেলার। একটি গানের খানিক অংশ দেখা গেছে কয়েকদিন আগে। এবার পাওয়া গেল আইটেম গানের টিজার।

‘মন দিয়ে মন নিতে’ শিরোনামের গানটিতে পারফর্ম করেছেন মডেল নায়লা নাঈম। যে সুবাদে সিনেমাটির পোস্টার ও অন্যান্য প্রচারণায় তার অবাধ বিচরণ।

যেহেতু নায়লাকে কেন্দ্র করে আইটেম গান নির্মিত, তাই টিজারে তাকেই দেখা গেল শুধু। আইটেম গানকে যেমন বড় পরিসরে হর হামেশা দেখা যায়। ‌‘রান আউট’-এ তা দেখা গেল না। অবশ্যই পুরো গানে দেখলে বোঝা যেতে পারে। এ ছাড়া গানটির সঙ্গে সিনেমার মূল শিল্পীদের সম্পর্ক কী— তাও স্পষ্ট নয়।

টিজারে নায়লার অঙ্গ-ভঙ্গি ছাড়া কিছুই দেখার নেই। তাও মূলত ক্লিভেজ প্রদর্শনী। বেশ ঝকঝকে চকচকে তকতকে। এটা ভালো লাগার বিষয়। কর্নিয়া ও রূপমের গাওয়া গানটির কথা ও সুরে নতুনত্ব নেই। আইটেম নাম্বার হিসেবেও জমকালো নয়। তবে সচরাচর বাংলা সিনেমায় আইটেম গান হিসেবে যা দেখানো হয়– সে তুলনার করে অনেকে পাশ নাম্বার দিবেন। ভালোভাবেই দিবেন।

তবে খুব একটা নতুন কিছু পাওয়া গেল না নায়লা নাঈমের ১৮+ আইটেম গানের টিজারে। যদিও ‘মন’ নিয়ে গান প্রশ্ন জাগতে পারে ‘১৮+ মন কোথায় থাকে?’


মন্তব্য করুন