Select Page

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন মোশাররফ করিম

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন মোশাররফ করিম

Jalaler Golpo (4)জালালের গল্প ছবিতে জালালের পিতা চরিত্রে মোট তিনজন অভিনেতা অভিনয় করেছিলেন, তাদের একজন মোশাররফ করিম। ছবির নির্মান কাজ শেষ হয়েছে আগেই, এখন বিদেশ ভ্রমণে আছে আবু শাহেদ ইমন পরিচালিত জালালের গল্প। সম্প্রতি পর্তুগালে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরে প্রদর্শিত হয়েছে এই ছবি, আর এই ছবিতে অভিনয়ের কারণে মোশাররফ করিম পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সম্প্রতি সেন্সরবোর্ড পেরিয়ে দেশে মুক্তির প্রহর গুনতে শুরু করেছে। তবে তার আগেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এই ছবিটি।

বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, এই প্রথমবারের মত মোশাররফ করিম কোন আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন। তবে এই পুরস্কারের জন্য সকল কৃতিত্ব তিনি পরিচালক আবু শাহেদ ইমনকেই দিয়েছেন।

উল্লেখ্য, ১২১টি দেশের ২২০০টি চলচ্চিত্র এই উৎসবে প্রতিযোগিতার জন্য নিবন্ধিত হয়। এর মধ্য থেকে ১১৮টি ছবি বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। এর মধ্যে বাংলাদেশ, চেক প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্র ও স্পেনের চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্যদের চূড়ান্ত অনুমোদনে পুরস্কার লাভ করে।

সূত্র: বিডিনিউজ


মন্তব্য করুন