Select Page

তিশার ইতিবাচক পদক্ষেপ

তিশার ইতিবাচক পদক্ষেপ

BD-Actress-Trisha

সিনেমায় অভিনয় নিয়ে টেলিভিশন অভিনেত্রীদের নাক উচুঁ ভাব তেমন একটা নেই। কোনো কোনো ক্ষেত্রে অনেক নামি অভিনেত্রী সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে রুচির পরিচয় দেন না। যেনতেনভাবে সিনেমায় এন্ট্রি করাই যেন ধ্যানজ্ঞান। অন্যদিকে আরেকটি অংশ অপেক্ষা করেন ভালো গল্প, কাস্টিং, বাজেট ও নির্মাতার জন্য। সে ধারার একজন নুসরাত ইমরোজ তিশা। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে বেশ হৈ চৈ ফেলেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তিশাকে। এ ছাড়া দেখা গেছে তারেক মাসুদেররানওয়ে’ চলচ্চিত্রের একটি অতিথি চরিত্রে। এ লিস্ট দেখে অনেকেই ভেবেছিলেন তিশাকে মূলধারার সিনেমায় দেখা যাবে না।

প্রথম চমকটা আসে ২০১৩ সালের ডিসেম্বরে। খবরে জানা যায়, রুম্মান রশীদ খানের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে ‘প্রেম করে আমি মরবো’ ছবিতে অভিনয় করবেন শাকিব খান। নায়িকা হিসেবে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। দুই তারকা চুক্তিবদ্ধ হন। তারপর থেকে সিনেমাটির কোনো খবর নেই। এতে অনেকেই সন্তুষ্ট। কারণ সিনেমাটির নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য লক্ষ্য করা যায়।

২০১৪ সালে চমকটা দেখান পরিচালক শামিম আহমেদ রনি। তার অভিষেক সিনেমা ‘মেন্টাল’-এ শাকিব-তিশাকে কাস্ট করেন। ইতোমধ্যে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যায়ন শেষ। এবার তিশা শুধু গানের দৃশ্যে অভিনয় করবেন। ইতোমধ্যে ‌‘মেন্টাল’র গান ও ট্রেলার ইতিবাচক রিভিউ পেয়েছে।

এ দিকে ‘মেন্টাল’র পর অনন্য মামুনের ‘অস্তিত্ব’ নামক একটি ছবিতে দেখা যাবে এ অভিনেত্রীতে। তার বিপরীতে থাকবেন আরিফিন শুভ। সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। ইতোমধ্যে ‌‘অস্তিত্ব’-র জন্য ফটোশুটে অংশ নিয়েছেন তিশা-শুভ। সিনেমাটির কাহিনী সম্পর্কে যতটুকু আভাস পাওয়া গেছে— বেশ মর্মস্পর্শী প্রেমের সিনেমা হতে পারে এটি। অন্যদিকে অনন্য মামুনের নির্মাণের হাতও বেশ প্রশংসিত।

চমক এখানেই শেষ নয়। আরো একটি নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিশা। ‘এ প্লাস বি’ নামের সিনেমাটি পরিচালনা করছেন শামিম আহমেদ রনি। এখানে তিশার নায়ক হিসেবে ভাবা হচ্ছে আরিফিন শুভকে। ‘মেন্টাল’র শুটিং শেষ করেই ‘এ প্লাস বি’র মাঠে নামবে। আরো শোনা যাচ্ছে সিনেমাটি গল্প ‌তিশা’র।

সব মিলিয়ে বেশ ভালভাবেই বাণিজ্যিক ছবিতে নিয়মিত হচ্ছেন তিশা। তারা অভিনয় ও রুচিজ্ঞান নিয়ে সবার ধারণা ইতিবাচক। সব কিছু ঠিক থাকলে ভালো কিছু চলচ্চিত্র পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার দর্শকরা।

 


মন্তব্য করুন