Select Page

শুভর সঙ্গে ফিরছেন মাহি

শুভর সঙ্গে ফিরছেন মাহি

5_256771

অবশেষে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মাহিয়া মাহি। সঙ্গে আছেন আরিফিন শুভ। তাও আবার ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা দীপঙ্কর দীপনের হাত ধরে।

দীপন ‘ঢাকা অ্যাটাক’ নামের সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন বেশ আগে। এবার জানা গেল নায়ক-নায়িকার নাম।

এ সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো বড়পর্দায় মুখ দেখাবেন শুভ ও মাহি। বুধবার দুপুরে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। সে সময় আরো বলা হয় মাহিও থাকতে পারেন।

তবে কয়েক ঘণ্টা পরে বিষয়টি খোলাসা হয়। বুধবার রাত ১২টার দিকে মাহি কিছু ছবি পোস্ট করে ফেসবুকে জানান দেন, ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করতে যাচ্ছেন। ওই ছবিতে ডিনার টেবিলে মাহির সঙ্গে কয়েকজনকে দেখা যায়। সেখানে পরিচালক দীপনও ছিলেন। এর আগে দুপুর দীপনের সঙ্গে তোলা সেলফি শেয়ার করেন শুভ।

নতুন সিনেমাটির কাহিনী আবর্তিত হবে পুলিশ বাহিনীকে নিয়ে। নির্মাণে সহায়তা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে ‘ঢাকা অ্যাটাক’র শুটিং শুরু হবে। বর্তমানে চলছে প্রি-প্রডাকশনের কাজ।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

সাম্প্রতিক খবরাখবর

[wordpress_social_login]

Shares