Select Page

সাইমনের ধুমধাড়াক্কা

সাইমনের ধুমধাড়াক্কা

saimon sadik in new bangla film dhum dharakka with actress arshanপোড়ামন খ্যাত চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি পোড়ামন, জ্বি হুজুর, তোমার কাছে ঋণী, তুই শুধু আমার, স্বপ্ন ছোঁয়া সহ বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে। এবার তিনি আরিফুর জামান আরিফের পরিচালনায় ধুমধাড়াক্কা সিনেমায় অভিনয় করবেন। সাইমনের সাথে জুটি বাঁধবেন নবাগত নায়িকা আরশান।

‘অ্যাকশন, রোমান্স ও কমেডিতে ভরপুর এ সিনেমা এটি। সিনেমাটি ভালো হবে এবং দর্শক ভালোভাবে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নায়ক ও পরিচালক। ছবিতে সাইমন-আরশান ছাড়াও অভিনয় করবেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন কমল সরকার।

সাইমন সাদিক ২০১০ সালে গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। সে বছর জ্বি হুজুর সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। সিনেমাটি মুক্তি পায় ২০১২ সালে। এরপর একই পরিচালকের পোড়ামন সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন চিত্রনায়ক সাইমন। এ পর্যন্ত সাইমন সাদিক ২০টি সিনেমায় অভিনয় করেছেন।

মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত সিনেমা রানাপ্লাজা, ধ্বংস মানব, তোমার জন্য মন কান্দে, অজান্তে ভালবাসা, চুপি চুপি প্রেম, মাটির পরী, পুড়ে যায় মন।  এ ছাড়া চোখের দেখা, নদীর বুকে চাঁদসহ বেশ কয়েকটি সিনেমার শুটিং চলছে।

‘ধুমধাড়াক্কা’ ছবিতে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে  এফডিসিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।

সূত্র: এনটিভি


মন্তব্য করুন