Select Page

মিমের অন্যরকম জন্মদিন

মিমের অন্যরকম জন্মদিন

বিদ্যা সিনহা মিমের জন্মদিন ১০ নভেম্বর। তার এবারের জন্মদিনটির আয়োজন একটু আলাদা। এ উপলক্ষে আগেরদিন দুপুরে রাজধানীর পুরান ঢাকার একটি এতিমখানায় গিয়ে বড় একটি কেক নিয়ে নিজের জন্মদিনের শুভারম্ভ করেন। সেখানে কেক কাটা শেষে এতিমদের সঙ্গে খাওয়া দাওয়াও করেন তিনি। পাশাপাশি বেশ কিছুটা সময় তাদের সঙ্গে আড্ডা দেন।

12191761_402418269954893_4499718577669101667_n

লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৭ প্রতিযোগিতায় মিম প্রথম স্থান অধিকার করে মিডিয়ায় আগমন করেন। প্রতিযোগিতার পর হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন। এরপর মডেলিং ও নাটকের ব্যস্ত তারকা হিসেবে পাওয়া যায়। বর্তমানে সবকিছু চলচ্চিত্রে থিতু মিম।

এ দিকে জন্মদিন উপলক্ষে সকাল ১০টা ৪০ মিনিটে আরটিভির ‘তারকালাপ’-এ উপস্থিত থাকছেন মিম। সেখানে ভক্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজের কাজ নিয়েও কথা বলবেন মিম। এরপর বাকিটা সময় মিম বাসাতেই থাকবেন। এ সময় তিনি বাবা মা, বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাবেন।

২৭ নভেম্বর দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত রাজা চন্দ পরিচালিত ‘ব্ল্যাক’। তার বিপরীতে আছেন সোহম। সর্বশেষ গত ঈদুল ফিতরে মুক্তি পায় ইমন-মিম অভিনীত তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’।


মন্তব্য করুন