Select Page

অঙ্কুশের মন্তব্য ভাইরাল করলো শাকিব খানের ভক্তরা

অঙ্কুশের মন্তব্য ভাইরাল করলো শাকিব খানের ভক্তরা

কলকাতার প্রযোজকদের কাছে শাকিব খান যে লাভজনক তা নায়কের সাম্প্রতিক প্রজেক্ট থেকেই বোঝা যায়। সেখানকার নামি দুই প্রতিষ্ঠান এসকে মুভিজ ও এসভিএফের সঙ্গে বর্তমান যৌথ প্রযোজনায় কাজ করছেন তিনি। ঢালিউড সুপারস্টারের এ সুসময়ে অনলাইনে ভাইরাল হয়েছে কলকাতার নায়ক অঙ্কুশ হাজরার মন্তব্যসহ একটি ভিডিও।

সাম্প্রতিক ওই ভিডিওতে অঙ্কুশকে শাকিব খানের প্রশংসা করতে সোনা যায়। তার মতে, ‘নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া বাইরেও শাকিব খানের প্রচন্ড ক্রেজ।’

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে অঙ্কুশের নতুন ছবি ‘মির্জা’। সেই ছবির প্রচারণায় এখন ব্যস্ত তিনি। কথা বলছেন বিভিন্ন চ্যানেলসহ ব্লগারদের সঙ্গে। তেমন এক প্রচারণায় উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে শাকিব খানের প্রশাংসায় পঞ্চমূখর হয়ে উঠেন কলকাতার নায়ক।

অঙ্কুশ বলেন, ‘বাংলা ইন্ডাস্ট্রিজকে অনেকেই ছোট করে দেখে। সেখান থেকে উঠে আসা যার এতো ক্রেজ। নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া বাইরেও শাকিব খানের প্রচন্ড ক্রেজ। আমার খুব গর্ব হয়।’

তিনি আরো বলেন, ‘যখন কেউ কলকাতা বা বাংলাদেশ ইন্ডাস্ট্রিজকে ছোট করে কথা বলে। তখন বলতে পারি দেখ আমাদের ইন্ডাস্ট্রিজেও এমন স্টার আছে যারা কিনা গ্লোবালই ফেমাস।’

ভিডিওতে উপস্থাপিকা শাকিব খানকে বাংলার শাহরুখ খান উপাধি দেন। সব মিলিয়ে শাকিব ভক্তরা ভিডিওটি লুফে নিয়েছেন।

অঙ্কুশ বাংলাদেশের প্রেক্ষাগৃহে নতুন নন। যৌথ প্রযোজনা ও কলকাতার এক প্রযোজনার সিনেমায় এ দেশের দর্শক তাকে দেখেছে। এদিকে বর্তমান ‘তুফান’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান, ঈদে মুক্তি পাবে ‘রাজকুমার’।


মন্তব্য করুন