Select Page

অডিওতে ‘ভালোবাসতে মন লাগে’

বাজারে এসেছে কালাম কায়সারের নতুন ছবি ‘ভালোবাসতে মন লাগে’র অডিও অ্যালবাম। এতে সংগীতায়োজন করেছেন ফিরোজ পাবন। এই ছবিতে ন্যান্সি ও রুপমের গাওয়া টাইটেল সং ‘ভালোবাসতে মন লাগে’ ইতিমধ্যে বাজারে জনপ্রিয়তা পেয়েছে।

মোট ১২টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।

বাকি গানগুলো হলো ‘কেন জানি মনে হয়’, ‘চঞ্চলা এই মন আমার’, ‘সালাম সালাম’, ‘ধুম ধারাক্কা নাচো গাও’। গানগুলো গেয়েছেন যথাক্রমে মমতাজ, কোনাল, বেবী নাজনীন, ফিরোজ পাবন, কমল ও স্বীকৃতি।

তারকাবহুল এ অ্যালবামের গানগুলো লিখেছেন ফিরোজ পাবন। রেডিও পার্টনার ছিল ঢাকা এফএম ৯০.৪।

অ্যালবামটি রোজমেরী এক্সক্লুসিভের ব্যানারে বাজারে এসেছে।


মন্তব্য করুন