Select Page

অনন্ত জলিলের চোখ ‘আয়নাবাজি’

অনন্ত জলিলের চোখ ‘আয়নাবাজি’

২০১৬ সালের অন্যতম সিনেমা ‘আয়নাবাজি’। বাংলা সিনেমার নিয়মিত দর্শকের সঙ্গে অনেকদিন যারা হলে যান না তাদেরও ফিরিয়েছে সিনেমাটি। দর্শকদের পাশাপাশি সিনে সংশ্লিষ্টদের মুখেও ‘আয়নাবাজি’র প্রশংসার বন্যা দেখা গেছে। তেমনটাই ঘটেছে ‘খোঁজ দ্য সার্চ’ নায়ক অনন্ত জলিলের ক্ষেত্রেও।

তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি প্রেক্ষাগৃহে গিয়ে আয়নাবাজি দেখেছি। খুব মজা পেয়েছি।’

সমসাময়িক সিনেমা নিয়ে অনন্ত বলেন, ‘শুনেছি শাকিব খানের শিকারি ছবিটিও সবাই আগ্রহ নিয়ে দেখেছেন। আমার কাছে গত বছরটা সিনেমার জন্য ভীষণ ইতিবাচক মনে হয়েছে। শাকিব খান তো ভালো করেন, ইদানীং আরিফিন শুভও ভালো করছেন। এভাবে চলতে থাকলে বাংলাদেশি সিনেমার সুদিন ফিরবেই।’

দুই বছর আগে ‘স্পাই, অগ্রযাত্রার মহানায়ক!’ এর ঘোষণা দেন অনন্ত। কিন্তু এখনো শুটিং শুরু হয়নি। এ প্রসঙ্গে বলেন, ‘ব্যবসায়িক ব্যস্ততা তো ছিলই। তা ছাড়া শুটিং শুরুর আগে আরিজের জন্ম হয়। আমরা দুজনেই আরিজকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এর মধ্যে সিনেমার জন্য অভিনয়শিল্পী খোঁজার কাজ শুরু করলাম। সেটা করতেও বেশ সময় লাগল। এখন আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি, মাস তিনেকের মধ্যে শুটিং শুরু করব।’

লোকেশন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইচ্ছা তো ছিল তুরস্ক থেকে শুরু করব। কিন্তু সেখানকার এখন যে রাজনৈতিক অবস্থা, তাতে লোকেশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।’

সম্প্রতি এ তারকা প্রথমবারের মতো স্ত্রী অভিনেত্রী বর্ষার বিপরীতে একটি পণ্যের দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। সে উপলক্ষ্যে আবার এ জুটি মিডিয়ার পাদপ্রদীপে এলো।

অারো পড়ুন:   হাউজফুল যাচ্ছে 'আয়নাবাজি'

Leave a reply

সাপ্তাহিক জরিপ

আয়না-খ্যাত চঞ্চল চৌধুরী কি পারবেন "মিসির অালী" হয়ে উঠতে?
হ্যা
না
অন্যকিছু
অাপনার মতামত দিন:
Poll Maker

সাম্প্রতিক খবরাখবর

Pin It on Pinterest

Shares
Share This