Select Page

অনুদানের ‘আশীর্বাদ’ করছেন অপু

অনুদানের ‘আশীর্বাদ’ করছেন অপু

অবশেষে নতুন সিনেমা হাতে পেলেন অপু বিশ্বাস। ২০১৯-২০ সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে, এর মধ্যে একটি ‘আশীর্বাদ’ একটি। নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

রবিবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সিনেমাটি প্রযোজনা ও কাহিনী এবং চিত্রনাট্য করেছেন জেনিফার ফেরদৌস। সংলাপ করছেন আব্দুল্লাহ জহির বাবু।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘অনেক ভালো লাগছে নতুন সিনেমায় কাজ করতে পেরে।লকডাউনের পর আবারও কাজে ফিরতে পারবো সেটা ভাবিনি। নতুন করে কাজে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে। নতুন সিনেমায় কাজ করছি দর্শকরা সব সময় যেভাবে আমার পাশে ছিলেন আশা রাখছি এভাবেই সব সময় পাশে থাকবেন।”

আরও বলেন, “আমরা প্রযোজক বলতে সব সময় মনে করি একজন পুরুষকে।কিন্তু আমার সিনেমার প্রযোজক কোনো পুরুষ নয়, একজন নারী তাঁর নাম জেনিফার ফেরদৌস। এটা খুব ভালো লাগছে নারীরা সিনেমায় প্রযোজনা করছেন। প্রযোজক যে পুরুষ হতে হবে এই ধারাটা পরিবর্তন এসেছে সেটাও ভালো লাগছে, যে আমার সিনেমার প্রযোজক একজন নারী।”

প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন, “সিনেমার প্রধান চরিত্রে নায়িকা হিসেবে অপু বিশ্বাসকে চূড়ান্ত করে চুক্তিবদ্ধ করলাম। বাকি অভিনয়শিল্পীদের নিয়ে খুব শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসবে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু করব। আর সেটা যদি সম্ভব না হয়, তাহলে আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু করবো।”

শাকিব খানের সঙ্গে ছাড়াছাড়ির পর মাত্র একটি সিনেমায় অভিনয় করেন অপু। দেবাশীষ বিশ্বাসের সেই সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এখনো মুক্তি পায়নি।


মন্তব্য করুন