Select Page

অপূর্বর প্রথম ওয়েব সিরিজ, সঙ্গে তৌকীর-রোশান-তমা

অপূর্বর প্রথম ওয়েব সিরিজ, সঙ্গে তৌকীর-রোশান-তমা

সর্বশেষ ‘মায়াশালিক’ ও এর আগে ‘যদি কিন্তু তবু..’ ওয়েব ফিল্মে অভিনয় করলেও এখনো সিরিজে দেখা যায়নি জিয়াউল ফারুক অপূর্বকে। জনপ্রিয় এই অভিনেতা প্রথমবার অভিনয় করেছেন ওয়েব সিরিজে।

সিরিজে অপূর্ব ছাড়াও আছেন তৌকীর আহমেদ, জিয়াউল রোশান, তমা মির্জা প্রমুখ।

ওটিটি প্ল্যাটফরম হইচই-এর সিরিজটি নির্মাণ করেছেন ‘ন ডরাই’খ্যাত তানিম রহমান অংশু।

নাম বা বিষয়বস্তু প্রকাশ না হওয়া এ সিরিজ নিয়ে অপূর্ব বলেন, ‘সব সময়ই ওটিটির প্রতি আমার আলাদা ভালো লাগা আছে। এখানে নিজেকে প্রমাণের পর্যাপ্ত সুযোগ ও স্বাধীনতা পাওয়া যায়। সিরিজটি শুটিং সম্পন্ন করেছি আমরা। এর বেশি কিছুই বলতে পারব না। নাম বা বিষয়বস্তু—আনুষ্ঠানিকভাবে সবই বিস্তারিত জানাবে হইচই।’

তবে অংশু বলেন, ‘খুব ভালো একটা গল্প নিয়ে আসছি আমরা। অপূর্বকে এমন লুকে হাজির করব, যা তাঁর ভক্তরা আগে দেখেনি।’


মন্তব্য করুন