Select Page

অবশেষ ছাড়পত্র পেল মিমের সিনেমা, পাল্টে গেল নাম

অবশেষ ছাড়পত্র পেল মিমের সিনেমা, পাল্টে গেল নাম

# কয়েক বছর আগে শুরু হয়েছিল মিমের ‘দাগ’
# তারেক শিকদারের পরিচালনায় আরও আছেন বাপ্পী ও আঁচল
# সম্প্রতি সেন্সরের চৌকাঠ পেরিয়েছে সিনেমাটি। তবে বদলে গেছে নাম

কয়েক বছর আগে মিম শুরু করেছিলেন ‘দাগ’। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বাপ্পীর বিপরীতে অভিনীত এবং তারেক শিকদার পরিচালিত ছবিটি। এর মধ্যে পাল্টে গেছে নাম, এখন হয়েছে ‘দাগ হৃদয়ের’।

পরিচালক তারেক শিকদার বলেন, গত বুধবার সেন্সরে বোর্ডের সদস্যরা আমার ছবিটি দেখেন। সকলে ছবিটি দেখার পর বেশ প্রশংসা করেছেন। বিনা কর্তনে ছবিটি ছাড়পত্র পাওয়ার সংবাদে আমি আনন্দিত।

ছবিতে বাপ্পি-মিমের বাইরে আঁচলও অভিনয় করেছেন।

নির্মাতা জানান, এ ছবিতে বেশ কয়েকটি সুন্দর গান রয়েছে। এর মধ্যে প্রকাশিত ‘তুমি বাঁধোনি আমাকে’ শিরোনামের গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। আলী আকরাম শুভর সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা ও আতিক হাসান।

কামাল আহমেদের গল্প থেকে ছবিটির সংলাপ-চিত্রনাট্যও করেছেন বিশিষ্ট গীতিকার রফিকুজ্জামান। ‘দাগ হৃদয়ের’ শিগগিরই মুক্তি পাবে।

সূত্র : মানবজমিন


মন্তব্য করুন