অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত!
কিছুদিন আগেও অভিনয় থেকে অবসর নেওয়ার কথা বলেছিলেন মিশা সওদাগর। এবার আরো জোর দিয়ে জানালেন সে কথা। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি চলচ্চিত্রে অভিনয় থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
জানান, রাগ বা ক্ষোভ থেকে এ সিদ্ধান্ত নয়। তিনি বলেন, ‘না, আমি অনেক ভেবেচিন্তে কথাগুলো বলছি। চলচ্চিত্রে অনেক দিন তো হলো, এবার নিজের জন্য একটু সময় দিতে চাই। মহরত, শুটিং, ডাবিং, প্রিমিয়ার—এসব করেই তো জীবনের অনেকটা সময় পার করে দিয়েছি।‘
অভিনয় থেকে অবসরের পর কী করবেন?— এমন প্রশ্নে মিশা বলেন, ‘আমি এখন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। সংগঠনে পর্যাপ্ত সময় দেব। চলচ্চিত্রের গুণগত পরিবর্তনের জন্য কাজ করব। নিজেকে নিয়ে নতুন করে ভাবব।’
ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আগ্রহ আছে বলে জানান জনপ্রিয় এ খলনায়ক।
৮০০ সিনেমার অভিনেতা মিশা সওদাগর আরো বলেন,‘একই ধরনের চরিত্র, প্রায় একই ধরনের সংলাপ। আর কত! কোনো বৈচিত্র্য নেই। বৈচিত্র্যহীন কাজ করতে আর চাই না। চলচ্চিত্রকে আর পেশা হিসেবে দেখব না। যদি আমার বয়স আর সময় বুঝে কেউ তেমন কোনো চরিত্র নিয়ে আসে, আর তা যদি খুব গুরুত্বপূর্ণ হয়, তাহলে তেমন কাজ হয়তো মাঝে মাঝে করব। কিন্তু পেশা হিসেবে আর নয়।’